X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শেখ রাসেলের জন্মদিনে ছবি আঁকলো শিশুরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২০, ০০:৩০আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০০:৩৫

শেখ রাসেলের জন্মদিনে ছবি আঁকলো শিশুরা

 

করোনাভাইরাসের কারণে দীর্ঘসময় ঘরবন্দি ছিল শিশুরা। এই সময়ে বেশি সতর্ক নজরে রাখতে হয়েছে শিশুদের। তাই অনেক শিশু ঘরের বাইরে বের হতে পারেনি প্রায় ছয়-সাত মাস। যদিও আজকাল সবার মতো তারাও বের হচ্ছে। তবে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে বেশ জমকালো পরিবেশ উদযাপনের সুযোগ হয়েছে তাদের। এদিন শিশুরা এঁকেছে প্রাণ খুলে। তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।

শেখ রাসেলের জন্মদিনে ছবি আঁকলো শিশুরা

রবিবার (১৮ অক্টোবর) শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ (বাংলাদেশ শাখা) ও গৌরব ৭১ এর উদ্যোগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শিশুদের চিত্রাঙ্কন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেয় প্রায় ৪৫ জন শিশু-কিশোর।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাজা সুলতানা সপ্তর্ষী বাংলা ট্রিবিউনকে বলে, 'এখানে অংশগ্রহণ করতে পারবো বলে কাল রাতে আনন্দে নেচেছি। কারণ, দীর্ঘ ছয়-সাত মাস ধরে আম্মু বাইরে যেতে দেয় না। এর আগেও অনেক চিত্রাঙ্কন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছি। কিন্তু দীর্ঘদিন পর আজ বাইরে এসে চিত্রাঙ্কনের আনন্দটা অন্যরকম।'

শেখ রাসেলের জন্মদিনে ছবি আঁকলো শিশুরা

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ঋতিকা গোস্বামী বলে, 'আজ খুব ভালো লাগছে। বাইরে অনেক মানুষ। এখানে ছবি আঁকতে এসেছি। অনেক মজা হচ্ছে।'

শিশুদের বাইরে আনতে পেরে অনেকটা সন্তুষ্ট অভিভাবকরা। তবে তাদের রয়েছে উৎকন্ঠাও। অভিভাবক নিভীয়া বলেন, 'বর্তমান পরিস্থিতিতে শিশুদের বিষয়ে সর্তক থাকাটা খুবই জরুরি।'

শেখ রাসেলের জন্মদিনে ছবি আঁকলো শিশুরা

এই প্রতিযোগিতার আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এফ এম শাহীন বাংলা ট্রিবিউনকে বলেন, 'শেখ রাসেল শিশুদের একটা অধিকারের জায়গার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই শেখ রাসেল শিশুদের অধিকার, নিপীড়ন বা যেকোনও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হোক। এখানে এই আয়োজনে উদ্দেশ্য শিশুরা শেখ রাসেলের সম্পর্কে জানুক।'

 

/এইচএন/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে