X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরূপ মন্তব্যকারীদের শাস্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২০, ১৫:৩৯আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৫:৩৯

বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের মানববন্ধন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিরূপ মন্তব্যকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট। শনিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানায় জোটের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আজকের মানববন্ধনের মধ্য দিয়ে আপনাদের মাধ্যমে স্বাধীনতাবিরোধী চক্রকে জানিয়ে দিতে চাই, বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলা যাবে না। আমরা স্বাধীনতার পক্ষের সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে, অনতিবিলম্বে স্বাধীনতাবিরোধী চক্রের সবাইকে চলমান আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক। যেসব দুস্কৃতকারী জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিস্বরূপ ম্যুরাল নির্মাণের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করতে হবে।

বক্তারা বলেন, এখনই ব্যবস্থা না নিলে ধীরে ধীরে দাবি আরও বাড়বে। বর্তমানে বিভিন্ন ম্যুরাল, শহীদ মিনার, স্মৃতিসৌধ, বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক, রাষ্ট্র ভাষা, জাতীয় সংগীত—তাদের কাছে অসহ্যের ব্যাপার। অথচ তারা এটা ভাবে না পাকিস্তান আমলের চেয়ে আমরা বহুগুণে ভালো ও শান্তিতে আছি। ধর্মকে বিক্রি করে এমন অনেকেই ফেসবুকে ও মাঠ-ময়দানে আপত্তিকর বক্তব্য দিয়ে আসছে। এবার তারা কলিজায় হাত দিয়েছে। আমরা এবার কোনও ছাড় দেবো না।’

এ সময় বক্তারা দাবি জানিয়ে বলেন, আমরা আবারও মুক্তিযুদ্ধের চেতনায় ৭২ এর সংবিধান অনুযায়ী ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাই। ধর্মের পবিত্রতা রক্ষার জন্যই বঙ্গবন্ধু এবং তার সহযোগীরা সাংবিধানিকভাবে ধর্মের নামে হত্যা, সন্ত্রাস ও হিংসা-বিদ্বেষের রাজনীতি বন্ধ করেছিলেন। আমরা মনে করি, ম্যুরালের বিরুদ্ধে অবস্থান,  বাংলাদেশ ও বাঙালির ইতিহাস-ঐতিহ্যের বিরুদ্ধেই অবস্থান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জোটের প্রধান উপদেষ্টা মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), সভাপতি মনিরুল হক, সহ-সভাপতি মো. শফিকুর রহমান (শহীদ), মহাসচিব সালাউদ্দিন আহম্মেদ (সালু) প্রমুখ।

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে