X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

৫ কেন্দ্রে ফের পরীক্ষা নেবে বার কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ২২:১২আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২২:৪০

বাংলাদেশ বার কাউন্সিল

বিশৃঙ্খলার অভিযোগে গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত পাঁচটি কেন্দ্রে আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। একইসঙ্গে খুব দ্রুত এসব কেন্দ্রে পরীক্ষার দিন নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কাউন্সিল।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলামের সই করা  এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর রাজধানী ঢাকার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে আইনজীবী তালিকা ভুক্তিকরণে পরীক্ষা নেয় বাংলাদেশ বার কাউন্সিল। এর মধ্যে মোহাম্মাদপুর মহিলা কলেজ, মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মাদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও মহানগর মহিলা কলেজ কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা হয়। এসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করে পুনরায় যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওইসব পরীক্ষা কেন্দ্রে যারা বিশৃঙ্খলা, ভাঙচুর করে ক্ষতিসাধন করেছেন, সর্বোপরি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ইউটিউব) ব্যবহার করে পরীক্ষা বানচালে উসকানিমূলক বক্তব্য প্রদান করেছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণে নিষিদ্ধ করা হবে।

বৃহস্পতিবার  বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, এর আগে গত ১৯ ডিসেম্বর বার কাউন্সিলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজিমপুর গভর্মেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, বিসিএসআইআর হাইস্কুল, গভর্মেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা মহানগর মহিলা কলেজ কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই পরীক্ষায় মোট ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশ নেন।  এদের মধ্যে অনেক শিক্ষার্থী পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়া এবং করোনার মধ্যে পরীক্ষা নেওয়ার বিরোধিতা করে   বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েন। পরে ওই ঘটনায় রাজধানীর কয়েকটি থানায় মামলা দায়ের করা হয় এবং ৪৯ জনকে রিমান্ডে নেয় পুলিশ।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম