X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নির্বাচিত হয়েই সাবেক কাউন্সিলরের বাড়িতে হামলা

সাভার প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৮:০০

নির্বাচনি সহিংসতাসাভারে সাবেক মহিলা কাউন্সিলরের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠেছে সংরক্ষিত আসনের নবনির্বাচিত মহিলা কাউন্সিলর শাহিনুর বেগমের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় সাবেক মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় শাহিনুরের লোকজন সাবেক মহিলা কাউন্সিলরের স্বামী রঞ্জুকে ছুরিকাঘাত করে। সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে সাভার পৌরসভার ৭, ৮ ও  ৯ নং ওয়ার্ড থেকে নবনির্বাচিত মহিলা কাউন্সিলর শাহিনুর বেগম ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিয়া সুলতানার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা সাবেক নারী কাউন্সিলের কক্ষে ঢুকে তার আসবাবপত্র ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে রাজিয়ার স্বামী রঞ্জুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে । খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাবেক মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, সাভার পৌর নির্বাচনের শুরু থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিনুর বেগম ও তার স্বামী শাহাজান মিয়া তাদের হুমকি দিয়ে আসছিল। এছাড়াও পৌর নির্বাচনে ৮নং ওয়ার্ডে কোনও সাধারণ কাউন্সিলর না থাকায় ওই ওয়ার্ডে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ও মহিলা কাউন্সিলর শাহিনুরের লোকজন কেন্দ্রে ঢুকে তার এজেন্টদের বের করে দিয়ে জালভোটে দিতে শুরু করে। এর প্রতিবাদ করায় শাহিনুর তার লোকজন নিয়ে বৃহস্পতিবার তার বাড়িতে হামলা চালিয়েছে।

এ ব্যাপারে মহিলা কাউন্সিলর শাহিনুরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

/জেবি/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের