X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এমপিওভুক্তির দাবিতে ৩০ জেলায় মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:১১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:১১

এমপিওভুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স স্তরের শিক্ষকরা ৩০ জেলায় মানববন্ধন করেছেন। গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত জেলায় জেলায় মানবন্ধন  কর্মসূচি পালন করেন তারা। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সংসদ সদস্যদেরকে স্মারকলিপি দেওয়া  শুরু করবেন এই শিক্ষকরা।

এর আগে গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হারুন-অর-রশিদ ও সংগঠনের সদস্য সচিব মো. মোস্তফা কামাল জেলায় জেলায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) কর্মসূচির প্রথম দিনে কুড়িগ্রাম, নীলফামারী ও যশোর জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের জেলা কমিটিগুলো।

ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. মোস্তফা কামাল জানান, প্রথম দিন তিন জেলা এবং গত দুই দিনে চট্টগ্রাম, সিরাজগঞ্জ, ফেনী, নোয়াখালী, সিলেট, হবিগঞ্জ, সাতক্ষীরাসহ ২৭টি জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তিন দিনে মোট ৩০ জেলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মো. মোস্তফা কামাল বলেন, ‘আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সংসদ সদস্যদের সঙ্গে স্বাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়া হবে। আর আগামী ২৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’

আন্দোলনরত শিক্ষকরা বলেন, বিধি মোতাবেক নিয়োগ পাওয়া সাড়ে ৫ হাজার শিক্ষককে এমপওিভুক্ত করতে প্রতিমাসে মাত্র ১২ কোটি এবং বছরে ১৪৪ কোটি টাকার বরাদ্দ দিলেই সমস্যার সমাধান হবে। মানবেতর জীবন থেকে মুক্তি পাবে সাড়ে ৫ হাজার পরিবারের সদস্যরা। অথচ বিগত ২৮ বছর ধরে আমরা বঞ্চিত হয়েছি।

গত বছর এমপিওভুক্তির দাবিতে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের আরেকটি সংগঠন ‘বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ’  জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করে।  সর্বশেষ গত ৩ ফেব্রুয়ারি এমপিওভুক্তির দাবিতে সংগঠনটির সভাপতি মো. ইমদাদুল হক মিলন ও সাধারণ সম্পাদক এম মিল্টন মণ্ডলের সই করা স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেশ করা হয়।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি