X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত যায়ান চৌধুরীর নামে খেলার মাঠ উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২১, ১৪:৫৯আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৪:৫৯

শ্রীলঙ্কার কলম্বোয় সিরিজ বোমা হামলায় নিহত যায়ান চৌধুরীর (৮) স্মরণে রাজধানীর বনানীতে একটি খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে। যায়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি। শনিবার (৬ মার্চ) মাঠটির উদ্বোধন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

‘শহীদ যায়ান চৌধুরী মাঠ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শেখ ফজলুল করিম সেলিম, মেয়র মো. আতিকুল ইসলাম, মতিনুল হক চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ, ব্যারিস্টার শেখ ফজলে ফাহিম, যায়ানের চাচাতো ভাই সৈয়দ তানজিল আহমেদ প্রমুখ।

এসময় আতিকুল ইসলাম জানান, প্রায় পাঁচ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে খেলার মাঠটি নির্মাণ করা হয়েছে। সমাজের সব শ্রেণির শিশুরা এই মাঠে খেলতে আসতে পারবে। কোনও বৈষম্য থাকবে না। প্রতিবন্ধী শিশুসহ সবার ব্যবহারের উপযোগী টয়লেট ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে এখানে। শিশুদের বিকাশের বিষয়টি লক্ষ্য রেখে ঢাকার দখল হওয়া সব জায়গা উদ্ধার করে এ ধরনের মাঠ নির্মাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে মাঠ উদ্বোধনে আগে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন যায়ানের পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, শেখ সেলিমের নাতি যায়ান চৌধুরীর পৈতৃক বাড়ি সুনামগঞ্জে। দিরাই উপজেলার ভাটিপাড়ার জমিদার বাড়ির সন্তান সে। যায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স ভাটিপাড়ার জমিদার মতিনুল হক চৌধুরী ওরফে এমএইচ চৌধুরীর ছেলে। ২০১৯ সালে শ্রীলঙ্কার কলম্বোয় সিরিজ বোমা হামলায় নিহত হয় যায়ান। আর গুরুতর আহত হন যায়ানের বাবা মশিউল হক চৌধুরী।

 

 

/বিআই/এফএস/
সম্পর্কিত
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?