১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের প্রতিটি ছত্র ছিল ঐতিহাসিক বক্তব্য, রাজনৈতিক নির্দেশনা। বঙ্গবন্ধু যে ভাষায় সেদিন নির্দেশ দিয়েছিলেন তা ছিল সাড়ে ৭ কোটি মানুষের উদ্দেশে, সাড়ে সাত কোটি মানুষের জন্য।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে রবিবার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বায়তুল মোকাররমে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-সভাপতি ও খেলাফত মজলিশের শায়খুল হাদিস মামুনুল হক বলেন, ‘আর যদি আমার কোনও ভাইকে হত্যা করা হয়, আবার যদি গুলি চলে, আর যদি কোনও ভাইয়ের রক্ত ঝরে, তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে।’
‘আর যদি গুলি চলে’ বলে বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলেও মামুনুল হক সেই অংশ কপি করে নিজের সংগঠনের পক্ষ থেকে দেশ অচল করে দেওয়ার হুমকি দিলেন।
৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল,- প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে।’
এ বিষয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক শাহরিয়ার কবীর বলেন, আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি তখন স্বাধীনতাবিরোধী শক্তি রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে। আর আমরা ঘরে বন্দি। তারা বঙ্গবন্ধুর ভাষণের অংশ ব্যবহার করে উত্তেজনা ছড়ানোর কাজটি সুকৌশলেই করছে। এটি এমনি এমনি ঘটে যাওয়া বিষয় না। চিনতে পেরেছিলেন বলেই বঙ্গবন্ধু এদের রাজনীতি নিষিদ্ধ করেছিল। এখন তারা আমাদের বিরুদ্ধে বিষোদগার করছে, মুক্তিযুদ্ধের মর্যাদা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে।