রাজধানীর পল্লবীর দুয়ারীপাড়ায় ঢাকা জেলা প্রশাসন অভিযান চালিয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর থেকে শুরু হওয়া অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে বেশ কিছু অসঙ্গতি। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।
দুয়ারীপাড়াতে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, সরকারি নির্দেশ অমান্য করে শাড়ি ও কসমেটিকসের দোকান খোলা রেখেছে বাইতুস সালাম জামে মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের হাতেনাতেই ধরা হয়।
এসময় ম্যাজিস্ট্রেট কয়েকজনকে ধরলেও অনেকে পালিয়ে যায়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে জুতার দোকান বন্ধ করে দেয় তারা। যে যার মতো তাড়াতাড়ি দোকান বন্ধ করে সটকে পড়ে। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে পুলিশ সদস্যরা থাকলেও তাদের তৎপরতা ছিল অনেক কম। তাদের চোখের সামনে থেকে পালিয়ে যায় দোকান খোলা রাখা দোকানিরা। দোকান খোলা রাখার কোনও কারণ এসময়ের উপস্থাপন করতে পারেনি ভ্রাম্যমাণ আদালতের কাছে।
পরবর্তীতে মার্কেটের কমিটির সদস্যদের ডাকা হলে আদালতের সামনে হাজির হয় বাইতুস সালাম জামে মসজিদ মার্কেটের কোষাধক্ষ্য হাজী লুৎফুর রহমান। এসব মার্কেট খোলা রাখার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানতে চাইলে, দোষ চাপান দোকানির ওপর। দোকানিরা কমিটিকে অবহিত না করেই মার্কেট খুলেছে বলে সময় দাবি করেন তিনি। নিজেদের তৎপরতা কিংবা অবহতির বিষয়টি স্বীকার করতে নারাজ তিনি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আমরা কাজ করছি। এখনও কিছু কিছু জায়গায় মাস্ক ব্যবহারে উদাসীনতা রয়েছে। তাদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা কাজ করছি। যারা মাস্ক ব্যবহার করছেন না এবং যারা নিম্নআয়ের তাদের মধ্যে আমরা মাস্ক বিতরণ করছি।
তিনি বলেন, কাঁচাবাজারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাজার কমিটি গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা না মেনে দিয়া বাড়ি বায়তুল সালাত জামে মসজিদ মার্কেটকে দণ্ডবিধির ২৬৯ এর ১৭৩ ধারায় এক জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
এসময় রাজধানীর পল্লবীর রজনীগন্ধা কাঁচাবাজার, আবাসিক মোড় কাঁচাবাজার, দিয়াবাড়ি মোর কাঁচা বাজার, এবং মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন এই ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।