X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নির্মাণ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২১, ১৬:৫০আপডেট : ০১ মে ২০২১, ১৬:৫০

আসন্ন বাজেটে অর্থ বরাদ্দ করে নির্মাণ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। শনিবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে এই দাবি জানায় তারা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত সোয়া বছরেরও বেশি সময় ধরে মহামারি করোনাভাইরাস এবং এর সংক্রমণ রোধে লকডাউন ও বিভিন্ন বিধিনিষেধের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্নআয়ের শ্রমজীবী মেহনতি মানুষ। এই লকডাউনের ফলে নির্মাণ শ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতের লাখ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পরিবার-পরিজনসহ মানবেতর জীবনযাপন করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, সরকার, বিভিন্ন উন্নয়ন সংস্থা ও মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের পাশে দাঁড়ায়নি।

নেতৃবৃন্দ বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অপ্রাতিষ্ঠানিক খাতের দিনমজুর নির্মাণ শ্রমিকরা। নেতৃবৃন্দ নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা,  ত্রাণ ও নগদ অর্থ প্রদানের দাবি জানান।

এসময় তারা আরও বলেন, নির্মাণ সেক্টরের কর্মস্থলে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত কর্মস্থলে দুর্ঘটনা বেড়েই চলছে। কর্মস্থল দূষণমুক্ত না হওয়ায় নির্মাণ শ্রমিকরা অল্প বয়সে ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কর্মহীন হয়ে যায়। এই শ্রমজীবী মানুষের শ্রমে-ঘামে দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে। কিন্তু নির্মাণ শ্রমিকসহ অন্যান্য শ্রমজীবী মানুষ দরিদ্রই রয়ে গেছে।

এসময় নেতৃবৃন্দ আসন্ন বাজেটে অর্থ বরাদ্দ করে নির্মাণ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ইনসাবের কার্যকরী সভাপতি মিজানুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে ইনসাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

/এসও/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী