X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২
ডিজিটাল উপকূল-৬

উপকূলে অনলাইনে মানবসেবা

শাহেদ শফিক, উপকূলীয় অঞ্চল থেকে ফিরে
১৫ মে ২০২১, ১৬:৫৯আপডেট : ১৬ মে ২০২১, ১৪:২৩

ফৌজিয়া খিলজী সোহেলী, ওমায়ের রহমান ভুট্টো, নূরনবী আলিফ, ফজলে এলাহী, শামীম রেজা মাহি, দিনার খান, মো. নোমান; ‘দ্বীপাঞ্চল হাতিয়া’ নামে একটি ফেসবুক গ্রুপের উদ্যোক্তারা তারা। গ্রুপের সদস্য এখন এক লাখ ৭৫ হাজার ২০০। গ্রুপটিতে উপকূলীয় এলাকার সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি আহ্বান জানানো হয় মানবতার সেবায় এগিয়ে আসার জন্য। গ্রুপের উদ্যোক্তারা এরইমধ্যে অসহায় ৮টি পরিবারকে ঘর বানিয়ে দিয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থীর পড়াশোনার ব্যবস্থা, বিদ্যুৎহীন ঘরে সৌরবাতি স্থাপন, নদীর ভাঙন রোধে জিওব্যাগ স্থাপন এবং বিভিন্ন সময় বন্যাপ্রবণ এলাকায় ত্রাণ সহায়তা বিতরণ ও স্কুল নির্মাণেও সহায়তা করে আসছে।

কয়েকশ’ গ্রুপ

শুধু হাতিয়া নয়, উপকূলীয় এলাকায় এমন কয়েকশ’ ফেসবুক গ্রুপ পাওয়া যাবে, যারা সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গ্রুপগুলোর মধ্যে আছে ‘উপকূল বাঁচাও আন্দোলন (উবা)’, ‘জাগ্রত দ্বীপ হাতিয়া’, ‘প্রজন্ম হাতিয়া’, ‘উপকূল মিডিয়া করপোরেশন’, ‘হিউম্যানিটি ফার্স্ট’, ‘মানবিক হাতিয়া’, ‘তিলোত্তমা হাতিয়া ব্লাড ব্যাংক’, ‘মায়াবী হাতিয়া’, ‘সোনাদিয়া ব্লাড ফাউন্ডেশন’, ‘নিঝুম ব্লাড ফাউন্ডেশন’, ‘উপকূল ফাউন্ডেশন’, ‘দ্বীপ কন্যা চানন্দী’, ‘বাংলাদেশ কুটির দ্বীপাঞ্চল হাতিয়া’, ‘মানবিক ইউনিট’, ‘তিলোত্তমা হাতিয়া’, ‘সুষ্ঠু সুন্দর নোয়াখালী চাই’ ও ‘মানবিক ব্লাড ফাউন্ডেশন’ অন্যতম। ফেসবুকের  এসব গ্রুপের কয়েক লাখ করে সদস্য রয়েছে। যাদের দান-অনুদানেই উপকূলের অবহেলিত মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে।

শিশুদের সংগঠন আমরা বন্ধু কোন গ্রুপ কী করছে?

হাতিয়ার অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর প্রদীপ’-এর অ্যাডমিন মো. নাহিদুল ইসলাম ফয়সাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা উপকূলবাসী দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক বিষয়গুলো থেকে বঞ্চিত হচ্ছি। অর্থাভাবে অনেকেই চিকিৎসা নিতে পারেন না। এই অঞ্চলের মানুষগুলো সব সময়ই বঞ্চিত থেকে যাচ্ছে। তাই আমরা কয়েকজন তরুণ সংগঠনটি গড়ে তুলি। বর্তমানে এর সদস্যরা অনলাইনে শিক্ষা ও চিকিৎসাসহ অন্যান্য মানবিক কাজগুলো করে যাচ্ছে।’

জানতে চাইলে ‘বাংলাদেশ কুটির দ্বীপাঞ্চল হাতিয়া’র অ্যাডমিন ফৌজিয়া খিলজী সোহেলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগে একা একাই সব করতাম। কয়েক বছর ধরে সংঘবদ্ধভাবে কাজ করছি। আগের চেয়ে অনেক বেশি উৎসাহ পাচ্ছি। আমাদের দেখে অন্যরাও এগিয়ে আসছে। সবই সম্ভব হয়েছে ইন্টারনেটের কারণে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নিজেদের ডোনেশনের পাশাপাশি অনলাইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এখন পর্যন্ত ৭টি ঘর নির্মাণ করে দিয়েছি। প্রতিটি ঘরে প্রায় ৭০ থেকে ৭৫ হাজার টাকা করে খরচ হয়েছে। এ ছাড়া করোনা ও বন্যায় ত্রাণ বিতরণ, পড়াশোনার সুবিধার্থে দরিদ্র কয়েকজন শিক্ষার্থীর ঘরে সৌরবাতি লাগানো ছাড়াও অনেক শিক্ষার্থীর পড়াশোনার ব্যয়ও বহন করা হয়েছে।’

শিশুদেরমাঝে বিতরণ করা ঈদের নতুন পোশাক ফৌজিয়া বললেন, ‘আমাদের গ্রুপ সদস্য এক লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। এতেই বোঝা যায় দ্বীপের কী পরিমাণ মানুষ ফেসবুক বা ইন্টারনেট ব্যবহার করে।’

২০১৫ সাল থেকে সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের শিশুদের প্রাথমিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে নানামুখী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ‘আমরা বন্ধু ফাউন্ডেশন’। এরই ধারাবাহিকতায় করোনাকালীন সাতক্ষীরার পাঁচ শতাধিক শিশুর লেখাপড়া চালিয়ে নিতে শিক্ষা উপকরণ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করে সংগঠনটি। করোনাকালীন বিপাকে পড়া ২২৩টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

আমরা বন্ধু’র প্রতিষ্ঠাতা ও গ্রুপের অ্যাডমিন এস এম নাহিদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, যখন উপকূলে আম্পান আঘাত আনে তখনও আমরা ওই এলাকার শিশুদের জন্য শিশুখাদ্য, অস্থায়ী চুলা, খেলার সরঞ্জাম দিয়ে পাশে দাঁড়াই। ফেসবুক গ্রুপ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাড়া পাচ্ছি।

তিলোত্তমা হাতিয়ার অ্যাডমিন মহিউদ্দিন মিষ্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের অনেকের সিংহভাগ সময় কাটে স্মার্টফোনে। তাই আমাদের চিন্তা- সময়টি কীভাবে মানবতার সেবায় কাটানো যায়। সেখান থেকেই তিলোত্তমা হাতিয়া নামের অনলাইন প্লাটফর্ম তৈরি করি। এর সদস্য সংখ্যা এখন ১০ লাখের বেশি।’

‘এই প্লাটফর্মের মাধ্যমে আমরা দ্বীপের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করি। বন্যা ও দুর্যোগে সবার আগে আমাদের সদস্যরা আক্রান্তদের পাশে দাঁড়ায়। সবার সহযোগিতায় আমরা ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে অন্যান্য কাজ করে থাকি। দ্বীপের দুর্গম চর থেকে শুরু করে উপজেলা সদরেও আমাদের কার্যক্রম চলে।

বিতরণ করার হচ্ছে ঈদ উপহার সামগ্রী উপকূল বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন হৃদয় বলেন, ‘আমরা উপকূলের ১৯টি জেলা নিয়ে কাজ করছি। বিভিন্ন দুর্যোগে গুরুত্বপূর্ণ বার্তা আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে উপকূলবাসীর কাছে পৌঁছে দিচ্ছি। এ ছাড়া উপকূলের দরিদ্র কিন্তু মেধাবী এমন শিশুদের প্রতি ঈদে নতুন জামা উপহার দেওয়ার পাশাপাশি তাদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার কাজও করে যাচ্ছি।’

নিঝুম ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রকিবুল হাসান রাকিব বলেন, ‘ফেববুক গ্রুপের মাধ্যমে আমরা গত চার বছর ধরে রক্ত সংগ্রহ ও বিতরণের কাজ করে যাচ্ছি। কোনও রোগীর রক্তের প্রয়োজন হলে আমাদের গ্রুপে পোস্ট করলেই সদস্যরা ছুটে যান রক্ত সংগ্রহের কাজে। এখন পর্যন্ত গ্রুপের মাধ্যমে বিতরণ হয়েছে সাড়ে ৫ হাজার ব্যাগ রক্ত। এ ছাড়া অসহায়দের চিকিৎসা ও করোনাসহ দুর্যোগ মুহূর্তে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে আসছি। শীতার্তদের মাঝে কম্বলও বিতরণ করা হয়।’

এ ছাড়া ‘আগে মানবতা পরে অন্য কথা’ এই ব্রতকে ধারণ করে সাতক্ষীরা, খুলনার, কয়রা এবং পটুয়াখালী উপকূলে কাজ করছে মানবিক সংগঠন ‘হিউম্যানিটি ফার্স্ট। অসুস্থ মানুষকে চিকিৎসাসেবা, কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা বিস্তারে স্কুল প্রতিষ্ঠা, পাঠাগার গড়ে তোলা, মেধাবীদের বৃত্তি দেওয়া, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, সতর্ক সংকেত প্রচার, পুনর্বাসন, সুপেয় পানি নিশ্চিত করতে গভীর নলকূপ স্থাপনসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে সংগঠনটি।

নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী বলেন, ‘আমরা ২০১৮ সাল থেকে সাতক্ষীরা, খুলনার কয়রা এবং পটুয়াখালীর উপকূলের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। অনেকেই সাহায্য করেন। আম্পানে আমাদের অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ৩০ লাখ টাকা অনুদান সংগ্রহ করে উপকূলের মানুষকে দিয়েছি।’

জানতে চাইলে বরিশাল বিভাগীয় তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপকূলীয় অঞ্চলে অনেক তরুণ এখন ফেসবুক ব্যবহার করে মানবসেবা করে যাচ্ছে। বিভিন্ন গ্রুপে সদস্য অ্যাড করে তারা ফান্ড ক্রিয়েট করে বহু মানুষের উপকার করে যাচ্ছে। এসবই সম্ভব হয়েছে ইন্টারনেটের কারণে।’

 

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
এক ঠিকানায় সব সেবা দিতে শুরু হচ্ছে ‘নাগরিক সেবা’
নাগরিক ও ডিজিটাল পরিসর সুরক্ষায় সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান 
দেশে প্রথম ওয়ান টু ওয়ান কাস্টমাইজড লার্নিং এনেছে মজারু
সর্বশেষ খবর
গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে পেলো নেপালকে
গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে পেলো নেপালকে
প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো একজনের
প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো একজনের
যশোর শিক্ষা বোর্ডের চেক দুর্নীতি মামলায় আত্মসমর্পণকারী ২ জন কারাগারে
যশোর শিক্ষা বোর্ডের চেক দুর্নীতি মামলায় আত্মসমর্পণকারী ২ জন কারাগারে
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
সর্বাধিক পঠিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
‘আমার মা মারা গেছে, গ্রেফতার করবেন না, একদিন সময় দেন’
‘আমার মা মারা গেছে, গ্রেফতার করবেন না, একদিন সময় দেন’