X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

যাত্রী পরিবহনে প্রস্তুত সব টার্মিনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ২০:৫৩আপডেট : ২৩ মে ২০২১, ২০:৫৩

প্রায় দুই মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে সবধরনের গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। রবিবার (২৩ মে) মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এরইমধ্যে পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সব প্রস্তুতি শেষ করেছে। নগরীর বাস, রেল ও লঞ্চ টার্মিনালগুলো তাদের প্রস্তুতি শেষ করেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

রবিবার নগরীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, যাত্রী পরিবহনের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন। কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন বিভাগের কর্মীরা জানিয়েছেন, তারা ট্রেন চালানোর সব প্রস্তুতি শেষ করেছেন। ট্রেনের বগিগুলো পরিষ্কার করা  হয়েছে। কাল সকাল থেকে ট্রেন চলাচল করবে। সদরঘাটের চিত্রও একই। বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাটে নোঙর করে থাকা লঞ্চগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। বাস টার্মিনালগুলোতেও চলছে প্রস্তুতি।

. জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের সব নির্দেশনা মেনে রবিবার (২৩ মে) মধ্যরাত থেকে লঞ্চ চালানো হবে। আমাদের সব প্রস্তুতি রয়েছে। সরকার লঞ্চ, ট্রেন ও বাসসহ সবধরনের গণপরিবহন চালানোর যে সিদ্ধান্ত দিয়েছে, সে অনুযায়ী রবিবার রাত থেকেই লঞ্চ চালানো যাবে। আমাদের মালিকরা সব প্রস্তুতি শেষ করেছেন।’

তিনি আরও বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালানো হবে। লঞ্চে ওঠার সময় হ্যান্ড স্যানিটাইজিং, মাস্ক পরিধান এবং জীবাণুনাশক ছিটানো হবে। গাদাগাদি করে কোনও যাত্রী পরিবহন করা হবে না।’

একই কথা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেন, ‘যাত্রী পরিবহন করতে আমরা মোটামুটি প্রস্তুত। কাল থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে দূরপাল্লার যাত্রী পরিবহন করা হবে। আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী বাস চালানোর জন্য পরিবহন মালিক মালিকদের চিঠি দিয়েছি।’

. রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘সরকারের সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে কাল থেকে আমরা ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। বর্তমানে ১০৮টি আন্তঃনগর ট্রেন রয়েছে। এরমধ্যে  ৫৬টি ট্রেন চলাবো। সব টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। এছাড়া ১৮টি কমিউটার ট্রেন চলানো হবে।

এর আগে রবিবার (২৩ মে) মধ্যরাত থেকে চলমান বিধিনিষেধ আরও সাত দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। তবে বিধিনিষেধের মধ্যে সোমবার (২৪ মে) থেকে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে। রবিবার নতুন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
পানগাঁও টার্মিনালকে লাভজনক করতে হবে: সালমান এফ রহমান
গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমানকে প্রশিক্ষণ দিলো জাপান
পায়রায় হবে এলএনজি টার্মিনালদক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ ও শিল্পায়নের সম্ভাবনা
সর্বশেষ খবর
৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮ জন
৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮ জন
‘টেকসই স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন কর্মসূচি বাস্তবায়ন জরুরি’
‘টেকসই স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন কর্মসূচি বাস্তবায়ন জরুরি’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং পেয়ে যা বললেন তাসকিন
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং পেয়ে যা বললেন তাসকিন
সর্বাধিক পঠিত
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার