X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আন্দোলনে নামছেন কর্মস্থলে ফিরতে চাওয়া মালয়েশিয়া প্রবাসীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ১৭:৫৩আপডেট : ২৮ মে ২০২১, ১৭:৫৩

দ্রুত কর্মস্থলে ফিরে যেতে গত বছর থেকেই  সরকারের সহযোগিতা চেয়েছিলেন ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসীরা। এখনও পর্যন্ত কোনও সমাধান না পেয়ে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। ১ জুন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন প্রবাসীরা।  শুক্রবার (২৮ মে) একাধিক মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

তারা জানান, প্রায় ১৪ মাসের বেশি সময় ধরে আটকে আছেন ছুটিতে দেশে আসা মালয়েশিয়া প্রবাসীরা। কমপক্ষে ২৫ হাজার প্রবাসী দেশে আটকে আছেন। গত বছরের সেটেম্বর ও নভেম্বর মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়েও যোগযোগ করেন তারা। তবে কোনও সুফল না পেয়ে  এবার আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

প্রবাসীরা জানান, ১ জুন  জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা নিজেদের দাবি তুলে ধরবেন।  তাদের দাবিগুলো হচ্ছে— প্রবাসী কর্মীদের পাসপোর্ট দেখে অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া, মালয়েশিয়ায় দ্রুত ফিরতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি, সৌদি প্রবাসীদের মতো মালয়েশিয়ায় কোয়ারেন্টিনের খরচে সরকারের ভর্তুকি দেওয়া ইত্যাদি।

এ প্রসঙ্গে মানববন্ধনের অন্যতম আয়োজক ইসমাইল মোহাম্মদ বলেন, ‘আমরা আশায় আশায় অনেক দিন অপেক্ষা করেছি, কোনও সুফল পাইনি। আমরা চাই, সরকার যেন কূটনৈতিক উদ্যোগ নিয়ে আমাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করে। অগ্রাধিকার দিয়ে যেন প্রবাসীদের ভ্যাকসিন দেওয়া হয়।  সৌদি আরব প্রবাসীদের হোটেলে কোয়ারেন্টিনের জন্য সরকার ভর্তুকি দেবে, এটি ভালো উদ্যোগ।  তবে সৌদি  আরব  শুধু নয়, সকল প্রবাসীর হোটেলে কোয়ারেন্টিনের ক্ষেত্রে একই ধরনের ভর্তুকির দাবি জানাবো আমরা।’

উল্লেখ্য, করোনা মহামারির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার আকাশপথে যোগাযোগ বন্ধ হয় ২০২০ সালের মার্চে। পরবর্তীতে জুলাই মাসে শর্ত সাপেক্ষে ট্রানজিট যাত্রী ও মালয়েশিয়ার রেসিডেন্স পারমিটধারী, পেশাজীবী, শিক্ষার্থীদেরকে সেদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যদিও বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে কিংবা দেশে ফেরার সুযোগ দেওয়া হয়নি।  পরবর্তীতে মালয়েশিয়ার দীর্ঘসূত্রতা ও কঠিন শর্তের কারণে অনেক প্রবাসী কাজে ফিরে যেতে পারেননি।

আরও খবর: কর্মস্থলে ফিরতে সরকারের সহযোগিতা চান ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসীরা

                 হতাশা বাড়ছে ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসীদের

 
 

 

/সিএ/এপিএইচ/আপ-এমএএ/
সম্পর্কিত
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
সর্বশেষ খবর
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি