X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

আন্দোলনে নামছেন কর্মস্থলে ফিরতে চাওয়া মালয়েশিয়া প্রবাসীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২১, ১৭:৫৩আপডেট : ২৮ মে ২০২১, ১৭:৫৩

দ্রুত কর্মস্থলে ফিরে যেতে গত বছর থেকেই  সরকারের সহযোগিতা চেয়েছিলেন ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসীরা। এখনও পর্যন্ত কোনও সমাধান না পেয়ে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। ১ জুন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন প্রবাসীরা।  শুক্রবার (২৮ মে) একাধিক মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

তারা জানান, প্রায় ১৪ মাসের বেশি সময় ধরে আটকে আছেন ছুটিতে দেশে আসা মালয়েশিয়া প্রবাসীরা। কমপক্ষে ২৫ হাজার প্রবাসী দেশে আটকে আছেন। গত বছরের সেটেম্বর ও নভেম্বর মাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়েও যোগযোগ করেন তারা। তবে কোনও সুফল না পেয়ে  এবার আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

প্রবাসীরা জানান, ১ জুন  জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা নিজেদের দাবি তুলে ধরবেন।  তাদের দাবিগুলো হচ্ছে— প্রবাসী কর্মীদের পাসপোর্ট দেখে অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া, মালয়েশিয়ায় দ্রুত ফিরতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি, সৌদি প্রবাসীদের মতো মালয়েশিয়ায় কোয়ারেন্টিনের খরচে সরকারের ভর্তুকি দেওয়া ইত্যাদি।

এ প্রসঙ্গে মানববন্ধনের অন্যতম আয়োজক ইসমাইল মোহাম্মদ বলেন, ‘আমরা আশায় আশায় অনেক দিন অপেক্ষা করেছি, কোনও সুফল পাইনি। আমরা চাই, সরকার যেন কূটনৈতিক উদ্যোগ নিয়ে আমাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করে। অগ্রাধিকার দিয়ে যেন প্রবাসীদের ভ্যাকসিন দেওয়া হয়।  সৌদি আরব প্রবাসীদের হোটেলে কোয়ারেন্টিনের জন্য সরকার ভর্তুকি দেবে, এটি ভালো উদ্যোগ।  তবে সৌদি  আরব  শুধু নয়, সকল প্রবাসীর হোটেলে কোয়ারেন্টিনের ক্ষেত্রে একই ধরনের ভর্তুকির দাবি জানাবো আমরা।’

উল্লেখ্য, করোনা মহামারির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার আকাশপথে যোগাযোগ বন্ধ হয় ২০২০ সালের মার্চে। পরবর্তীতে জুলাই মাসে শর্ত সাপেক্ষে ট্রানজিট যাত্রী ও মালয়েশিয়ার রেসিডেন্স পারমিটধারী, পেশাজীবী, শিক্ষার্থীদেরকে সেদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যদিও বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের মালয়েশিয়ায় যেতে কিংবা দেশে ফেরার সুযোগ দেওয়া হয়নি।  পরবর্তীতে মালয়েশিয়ার দীর্ঘসূত্রতা ও কঠিন শর্তের কারণে অনেক প্রবাসী কাজে ফিরে যেতে পারেননি।

আরও খবর: কর্মস্থলে ফিরতে সরকারের সহযোগিতা চান ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসীরা

                 হতাশা বাড়ছে ছুটিতে আসা মালয়েশিয়া প্রবাসীদের

 
 

 

/সিএ/এপিএইচ/আপ-এমএএ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার
মালয়েশিয়া চুক্তি পরিবর্তন না করলে দুটি পথ খোলা: আসিফ নজরুল
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে ১৬ বাংলাদেশি গ্রেফতার
সর্বশেষ খবর
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল