X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লকডাউনেও চলবে আন্তর্জাতিক ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ২০:১৬আপডেট : ২৭ জুন ২০২১, ২০:১৬

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে গণপরিবহন বন্ধ থাকবে। তবে  প্রবাসী কর্মীদের কাজে ফেরা নিশ্চিত করতে এ সময়ে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হচ্ছে না। আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশের অভ্যন্তরে ফ্লাইট বন্ধের সুপারিশ আসলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

জানা গেছে,  প্রবাসী কর্মীদের কাজে ফেরার বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখছে বেবিচক। সরকারের উচ্চ পর্যায়ে সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছে সংস্থাটি। সে কারণেই বন্ধ  হচ্ছে না আন্তর্জাতিক ফ্লাইট। তবে ১ জুলাই থেকে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের সুপারিশ এসেছে।  যদিও এ বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, গত ৪ জুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সর্বশেষ নির্দেশনা জারি করে। ওই  নির্দেশনায় ১৯টি দেশের ওপর বিভিন্ন শর্ত দেওয়া হয়। আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে— এই ১১টি দেশ থেকে বাংলাদেশে কোনও ফ্লাইট আসা যাবে না এবং বাংলাদেশ থেকেও কোনও ফ্লাইট যাবে না।

কুয়েত এবং ওমান থেকে  কেউ দেশে আসলে তিন দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া ৬টি দেশ থেকে আসলে ১৪ দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এই ৬টি দেশ হচ্ছে— বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক ও গ্রিস। নির্দেশনা অনুযায়ী, দেশে আসতে হলে করোনা  টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। দেশে আসার পর ১৪ দিন হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য বিদেশ থেকে আসার আগেই হোটেল বুক করতে হবে। ভ্যাকসিন দুই ডোজ নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
বিমানের ঢাকা-ইতালি ফ্লাইটের উদ্বোধন
একই দিনে ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ২ উড়োজাহাজ
যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ক্রুকে মাতাল যাত্রীর কামড়, উড়োজাহাজ ফিরলো জাপানে
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা