X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

প্লাস্টিক ও কেমিক্যালে ভর্তি ছিল জুসের কারখানাটি

আমানুর রহমান রনি, নারায়ণগঞ্জ থেকে
০৯ জুলাই ২০২১, ১৮:২১আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৮:২৪

প্লাস্টিক দানা, বোতল, কর্ক, পলিথিন, কার্টুন, মোবিল ও খাবারের কেমিক্যাল ভর্তি ছিলো নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুসের কারখানাটি। বিভিন্ন ধরণের কেমিক্যাল থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বেগ পেতে হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) কারখানাটিতে গিয়ে দেখা গেছে, ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন কেমিক্যালের ড্রাম, কন্টেইনার ও প্লাস্টিকের বোতল। কারখানাটিতে জুস, লাচ্ছি, সেমাইসহ বিভিন্ন পণ্য বোতলজাত ও প্যাকেটিং করা হতো। ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় ছিল বিভিন্ন কেমিক্যালের গোডাউন।

প্লাস্টিক ও কেমিক্যালে ভর্তি ছিল জুসের কারখানাটি

কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, কারখানাটি তিন শিফটে পরিচালিত হয়। যেখানে কাজ করেন দুই হাজারের বেশি শ্রমিক। কারখানাটিতে জুসের কর্ক, লেভেল প্যাকেটিং’র কাজ করা হয়। বৃহস্পতিবার ৫টায় আগুনের সূত্রপাত ঘটে নিচ তলায়। ভবনটির ছাদ থেকে ২৫ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে জীবন বাঁচাতে গিয়ে অনেক শ্রমিক ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে লাফ দিয়ে আহত হন। ক’জন নিহতও হন, যাদের হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

অগ্নিনির্বাপণে জড়িত ফায়ার সার্ভিসের মুস্তাফিজুর রহমান নামে এক ফায়ার ফাইটার বলেন, কারখানার ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার একই জায়গাতে সবাই মরে পড়েছিল। সেখান থেকেই মূলত অধিকাংশ নিহতের মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি বলেন, ভবনটির প্রতিটি গেইটেই কলাপসিবল গেইট দিয়ে তালা মারা ছিল। আবার প্রতিটি সিঁড়ি নেটের জাল দিয়ে আটকানো দেখা গেছে। হয়তো ওপরে উঠার সিঁড়ির মুখে নেট দিয়ে আটকানো থাকায় অনেকেই ছাদে যেতে পারেননি। তা ছাড়া সামনে দিয়ে বের হওয়ার সুযোগও ছিল না আগুনের কারণে। যে কারণে মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে মনে করেন তিনি।

প্লাস্টিক ও কেমিক্যালে ভর্তি ছিল জুসের কারখানাটি

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, আগুনের কারণ অনুসন্ধানে তাকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। 

তিনি বলেন, ঘটনাস্থলে আমরা কাজ করছি। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন এখনো পুরোপুরি নির্বাপণ হয়নি। চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ভবনের চারটি ফ্লোর থেকে ৪৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ৩ জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। এখন ডাম্পিং’র কাজ চলছে। দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ তলায় ডাম্পিং’র কাজ শেষ। পঞ্চম ও ষষ্ঠ তলা বাকি। এই দুই তলা হচ্ছে কারখানার গোডাউন। তবুও আমরা ভবনে সার্চ করেছি, আশা করছি ভেতরে আর কোনও লাশ নেই। 

তবে কীভাবে এই আগুনের সূত্রপাত ঘটেছে, এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা আগামী ১০ কার্যদিবসে মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি।

প্লাস্টিক ও কেমিক্যালে ভর্তি ছিল জুসের কারখানাটি

প্রসঙ্গত, রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। এসময় কারখানার ছয় তলা ভবনটিতে তখন প্রায় চারশ’র বেশি কর্মী কাজ করছিলেন। কারখানায় প্লাস্টিক, কাগজসহ মোড়কিকরণের প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে সব ফ্লোরে।

প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের ২০ ঘণ্টার বেশি সময় লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় সবমিলে এ পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার হয়েছে। কারখানায় আগুনের ঘটনায় প্রায় অর্ধশতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। 

আরও পড়ুন:

ফায়ার সার্ভিসের গাড়িতে ৪৯ লাশ 

দীর্ঘ সময়েও আগুন নেভাতে না পারায় স্থানীয়দের হামলা

যে কারণে দীর্ঘ সময়েও নিয়ন্ত্রণে আসেনি জুস ফ্যাক্টরির আগুন

১৭ ঘণ্টায় নেভেনি জুস কারখানার আগুন, নিহত ৩

কান্না চোখে স্বজনের খোঁজ (ফটো স্টোরি)

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি

রূপগঞ্জে কারখানায় আগুন, হাতিয়ার ৩ শ্রমিক নিখোঁজ

কারখানার সামনে মেয়ের জন্য মায়ের আহাজারি

নারায়ণগঞ্জে আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি