X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বিজিবিতে বাড়ছে নারী সৈনিক

আমানুর রহমান রনি, চট্টগ্রাম থেকে
১৭ জুলাই ২০২১, ১২:৪০আপডেট : ১৭ জুলাই ২০২১, ১২:৪০

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯৬তম ব্যাচে ২ হাজার ৭৩৬ সৈনিক রিক্রুট হয়েছে। এরমধ্যে নারী ১২৮ জন। এনিয়ে এই বাহিনীতে নারী সৈনিকের সংখ্যা সাত শতাধিক। ২০১৫ সালে প্রথম নারী সৈনিক নিয়োগ দেওয়া হয় বিজিবিতে। 

শনিবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের বায়তুল ইজ্জত ট্রেনিং ইনস্টিটিউটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯৬তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। 

উল্লেখ্য, ৯৬তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ৩১ জানুয়ারি ২০২১ তারিখে শুরু হয়। বিজিটিসিএন্ডসিতে প্রশিক্ষণ নেওয়া মোট ৭৮৪ জন রিক্রুট’র মধ্যে ৬৫৬ জন পুরুষ এবং ১২৮ জন নারী রিক্রুট প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বিজিটিসিএন্ডসি ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অন্যান্য আরও ৮টি প্রশিক্ষণ ভেন্যুতে ৯৬তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। 

সর্বমোট ৯টি প্রশিক্ষণ কেন্দ্রে সর্বমোট রিক্রুট ২ হাজার ৭৩৬ জন। এদের মধ্যে পুরুষ ২৬০৮ এবং মহিলা ১২৮ জন। দীর্ঘ ২৪ সপ্তাহের অত্যন্ত কঠোর ও কষ্টসাধ্য এ প্রশিক্ষণ সফলভাবে শেষ করে আজ আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের শুভ সূচনা হলো। 

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে যুগোপযোগী ও আরও চৌকস বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে গত বছরের ধারাবাহিকতায় এ বাহিনীতে বাড়ানো হচ্ছে নারী সৈনিকের সংখ্যা। এ ছাড়াও সীমান্তে অপরাধ দমনে সক্ষমতা বাড়াতে ও চোরাচালান প্রতিরোধে বিজিবিতে এবার যুক্ত হয়েছে ডগ স্কোয়াড ও এয়ার উইং। তথ্য প্রযুক্তিগত সুবিধা বাড়াতে সংযোজিত হয়েছে আইসিটি ব্যাটালিয়নও।

জানা গেছে, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিদ্রোহের পর বিজিবির সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের নানা উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে গত দশ বছরে বিজিবির অপারেশনাল সক্ষমতাও বেড়েছে। নানা আকর্ষণ আর নতুন সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে দেশের সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে প্রায় সোয়া দুইশ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই আইনশৃঙ্খলা বাহিনী। ১৭৯৫ সালের ২৯ জুন রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে এ সংস্থার গোড়াপত্তন ঘটে। 

২০১৫ সালে সর্বপ্রথম বিজিবিতে ৯৭ জন নারী সদস্য নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগপ্রাপ্ত নারী সৈনিকদেরকে বিজিবির হাসপাতালগুলোতে, টেকনাফ, বেনাপোল, হিলি আইসিপিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়োজিত করা হয়েছে। সীমান্ত এলাকার চেকপোস্টগুলোতে বিজিবি’র নারী সৈনিক নিয়োগের মাধ্যমে সন্দেহভাজন মহিলাদেরকে তল্লাশি করা সহজ হয়েছে। 

৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে চার বিভাগে চারজন সৈনিক সেরা হয়েছেন। এদের মধ্যে পুরুষ শারীরিক বিভাগে প্রথম হয়েছে সৈনিক মিজানুর রহমান, নারী শারীরিক বিভাগে প্রথম হয়েছে শারমিন খাতুন, ফায়ারে প্রথম সৈনিক আতিকুর রহমান এবং সব বিষয়ে সেরা হয়েছেন মো. নয়ন। 

 

/এআরআর/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের