X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পাঁচটি ল্যাবের বিষয়ে সম্মতি জানায়নি আরব আমিরাত, যাচ্ছে আরও দুটি ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৯

বিমানবন্দরে স্থাপিত ৬টি প্রতিষ্ঠানের পিসিআর ল্যাবের মধ্যে ৫টির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের (এসওপি) বিষয়ে এখনও সম্মতি জানায়নি সংযুক্ত আরব আমিরাত। তবে পরীক্ষামূলকভাবে আরও দু’টি ফ্লাইট যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুটি ফ্লাইটের মধ্যে একটি আজ সোমবার দিবাগত রাতে এবং আরেকটি আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় যাবে। ফ্লাইট দুটির যাত্রীদের করোনা পরীক্ষা হবে ডি এম এফ আর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকের মোবাইল ল্যাবের মাধ্যমে। আগে থেকেই এই ল্যাবটির সম্মতি রয়েছে আরব আমিরাতের। বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত হয়েছে ৬টি প্রতিষ্ঠানের করানো পরীক্ষার ল্যাব। বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য স্থাপিত বাকি পাঁচটি প্রতিষ্ঠানের পরীক্ষার পদ্ধতির সম্মতি এখনও আনুষ্ঠানিকভাবে মেলেনি। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এক চিঠিতে শুধু ডি এম এফ আর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরকে (এসওপি) সম্মতি দিয়েছে। বাকিগুলোর বিষয়ে অনানুষ্ঠানিকভাবে সম্মতির জন্য অপেক্ষায় আছে বেবিচক।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান বলেন, ‌‘সংযুক্ত আরব আমিরাতে ছয়টি প্রতিষ্ঠানের এসওপি পাঠানো হয়েছিল। বাকি পাঁচ প্রতিষ্ঠানের এসওপি’র সম্মতি এখনও আসেনি। এটিও চলে আসবে। তখন নিয়মিত ফ্লাইট শুরু করা যাবে।’

এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সোমবার দিবাগত রাতে ১টা ৪০ মিনিটের দিকে ইকে ৫৮৫ ফ্লাইটে করে ৬৩ জন যাত্রী সংযুক্ত আরব আমিরাত যাবেন। তাদের টিকিট নিশ্চিত করা আছে। করোনা পরীক্ষা শেষে নেগেটিভ ফল এলে তারা যেতে পারবেন। আগামীকাল সন্ধ্যা ৭টায় ইকে ৫৮৭ ফ্লাইট আছে। এখন পর্যন্ত ৩৫ জন যাত্রী টিকিট কনফার্ম করেছেন। তবে যাত্রী আরও বাড়বে। ট্রায়ালের ভিত্তিতে এই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবার থেকে করোনা পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। দুই দফা আশ্বাসের পর রবিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) মঙ্গলবার থেকে এ পরীক্ষা শুরুর আশার কথা জানিয়েছিল। তবে মঙ্গলবার থেকেও করোনা পরীক্ষা পুরোদমে শুরু হচ্ছে না। বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য নির্বাচিত হওয়া বাকি পাঁচ প্রতিষ্ঠানের পরীক্ষা পদ্ধতির সম্মতি এখনও আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কর্তৃপক্ষ দেয়নি। এর আগে গত বুধবার দিবাগত রাতে শাহজালাল বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে ৪৬ যাত্রীর করোনা পরীক্ষা করা হয়। যাত্রার ছয় ঘণ্টা পূর্বে পরীক্ষা শেষে তারা সংযুক্ত আরব আমিরাত যান।

গত ১৫ সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দরে আরটি-পিসিআর যন্ত্র বসাতে সাত বেসরকারি প্রতিষ্ঠানকে নির্বাচন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে ছয় প্রতিষ্ঠান ১৬ সেপ্টেম্বর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জমা দেয়। এর মধ্যে পাঁচ প্রতিষ্ঠানের পরীক্ষা পদ্ধতি নিয়ে ইউএই এর পক্ষ থেকে এখনও সম্মতি আসেনি। এই প্রতিষ্ঠানগুলো হলো—স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সি এস বি এফ হেলথ সেন্টার, এ এম জেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গুলশান ক্লিনিক লিমিটেড।

 

/সিএ/আইএ/
সম্পর্কিত
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
সর্বশেষ খবর
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল
ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ