X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পূজামণ্ডপে হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ অক্টোবর ২০২১, ১২:১০আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০০:২৫

পূজামণ্ডপে ‘প্রতিমা ভাঙচুর, দেবী ভক্তদের ওপর আঘাত ও পূজা বন্ধের’ প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবি জানিয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি সংগঠন। 

শনিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এই দাবি জানান। কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, শারদাঞ্জলি ফোরাম, বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ও বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ ও বাংলাদেশ সনাতন কল্যাণ জোটের নেতাকর্মীরা।
 
দেশে ‘বর্তমান হিন্দু নির্যাতন পরিস্থিতি’ আগের সব ইতিহাসকে ছাড়িয়ে যাচ্ছে দাবি করে মানববন্ধন থেকে বলা হয়, অসাম্প্রদায়িক সরকারের কাছে দেশের মানুষ এমনটা আশা করে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকলেই আমরা বাংলা মায়ের সন্তান। এই দেশে সকলে মিলে শান্তিতে বসবাস করতে চাই। এজন্য সচেতন সকলকেই এগিয়ে আসতে হবে।

বক্তারা সকল ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ জনসাধারণের কাছে নিজ ধর্ম পালন এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিতে বসবাসের অনুরোধ জানান।

সম্প্রতি দেশের বিভিন্নস্থানে পূজামণ্ডপে ‘হামলার’ কথা উল্লেখ করে এতে দোষীদের চিহ্নিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান নেতারা। তারা বলেন, বাংলাদেশে কেউ যেন কোনও ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার, বাংলাদেশ সনাতন কল্যাণ জোটের নির্বাহী সভাপতি গৌতম রায়, সভাপতি বিপুল চন্দ্র রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকসহ উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ সজীব ওয়াজেদ জয়ের
শুভেচ্ছা জানাতে পূজামণ্ডপে সাইফুদ্দীন মাইজভাণ্ডারী
চোখের জলে মা দুর্গাকে বিদায় (ফটো স্টোরি)
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা