X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সারাদেশে ‘সুষ্ঠুভাবে’ ৪৩তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২১, ১২:২১আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২:২১

সারাদেশে সুষ্ঠুভাবে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়েছে, কোথাও কোনও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। 

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় দুটি কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এমন দাবি করেন। সকালে পরীক্ষা শুরুর পর রাজধানীর রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং তীতুমীর কলেজের কেন্দ্র পরিদর্শন করেন পিএসসি’র চেয়ারম্যান।

শুক্রবার (২৯ অক্টোবর) পরীক্ষা শুরুর আগে ৯টার সময় রাজধানীর কয়েকটি কেন্দ্রে প্রবেশের সময় গাদাগাদি করে প্রবেশ করতে দেখা গেছে। আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীরা জানান, কেন্দ্রের গেট আগে খুলে দিলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না।

পরীক্ষায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান বলেন, দুটি কেন্দ্র পরিদর্শন করে পরিস্থিতি ভালো দেখেছি। সারাদেশ থেকে ভালো খবর পেয়েছি। তবে দু-একটি জায়গায় স্বাস্থ্যবিধি কিছুটা শিথিল মনে হলেও আমাদের দিক থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

পিএসসি জানায়, সরকারি চাকরির প্রত্যাশায় ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী। আজ শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় পরীক্ষায় বসেছেন তারা, শেষ হয়েছে বেলা ১২টায়। 

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায় ক্যাডারে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে ডাকা দরপত্রে সর্বোচ্চ সাড়ার আশা
পিএসসির কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির
৪৬তম বিসিএস প্রিলিমিনারির তারিখ জানালো পিএসসি
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’