X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত-উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ২১:৪১আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২১:৪১

দুর্নীতিমুক্ত সমাজ গঠনের মাধ্যমে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, দারিদ্র্যমুক্ত ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে গুলশানের নগর ভবনের সম্মেলন কক্ষে দিনব্যাপী ‘কমিউনিটি লিডারদের দুর্নীতি দমন বিষয়ক প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনীতি, সংস্কৃতি সব ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই চাকাকে সচল রাখতে এবং জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে দুর্নীতিকে না বলতে হবে।’

সেলিম রেজা বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বস্তিতে বসবাসরত জনগোষ্ঠীর টেকসই জীবন-জীবিকা ও তাদের জীবনমানের উন্নয়ন বিশেষ করে নারীদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, জীবনমুখী ও দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী কার্যক্রম চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের অধীনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫টি ওয়ার্ডের বিদ্যমান দরিদ্র বসতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে ৩ লাখ উপকারভোগী মানুষ রয়েছে।’

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, কমিউনিটিভিত্তিক সংগঠন গড়ে তোলা, শিক্ষাভাতা প্রদান, ব্যবসায় অনুদান প্রদান ও পরিকল্পনা প্রণয়ন, প্রশিক্ষণ ও কর্মের ব্যবস্থাকরণ, অবকাঠামো উন্নয়ন— এই প্রকল্পের উপাদানগুলোর মধ্যে অন্যতম।’

বাংলাদেশ সরকার, ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এবং ইউএনডিপি’র  কারিগরি ও আর্থিক সহায়তায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের  বাস্তবায়িত প্রকল্পের উদ্যোগে ৮০ জন কমিউনিটি লিডারকে নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
মানবিক গুণাবলি অর্জন ছাড়া শিক্ষা মূল্যহীন: আতিকুল ইসলাম
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
সর্বশেষ খবর
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ