X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মিরপুরে মেয়র আতিকের ঝটিকা পরিদর্শন, ধরা পড়লো নানা অনিয়ম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২২, ০৪:১৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৪:১৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম মিরপুরের শাহআলীবাগ ও কলওয়ালাপাড়ায় আকস্মিক পরির্দশনে গিয়ে অনিয়মের দায়ে কয়েকটি বাড়ির মালিক ও দোকানদারকে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে তিনি এই ঝটিকা পরিদর্শনে যান।
 
ওই এলাকায় তিনি কয়েকটি গলিপথ ও মোড় ঘুরে সড়ক ও ফুটপাতে মানুষের চলাচল বিঘ্ন করে রাখা ইট, বালু, ময়লা-আবর্জনাসহ নির্মাণসামগ্রী ফেলে রাখতে দেখেন। এক পর্যায়ে ওই এলাকায় নিয়োজিত পরিচ্ছন্নতা পরিদর্শককে ডেকে কেন সড়কে বালু ফেলে রাখা হয়েছে, ফুটপাতে কেন ইট রেখে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে, দোকানের সামনে কেন ময়লা-আবর্জনা জমে আছে— এসব বিষয়ে জানতে চান। 

পরিচ্ছন্নতা পরিদর্শক মেয়র মো. আতিকুল ইসলামকে জানান, একাধিকবার এসব সরানোর জন্য তাদের পক্ষ থেকে নোটিশ দেওয়া হলেও বাড়ির মালিক ও দোকানদাররা কেউ আমলে নিচ্ছেন না। এ সময় ১২ ওয়ার্ড কাউন্সিলর মুরাদ হোসেন উপস্থিত ছিলেন। 

মেয়র আতিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলীকে ডেকে কয়েকটি বাড়ি ও দোকানপাটের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

এ সময় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘শহরটা পরিষ্কার করার জন্য ডিএনসিসির লোকজন আছে। নাগরিকদের দায়িত্ব-কর্তব্য আছে। আমি একদম সকালবেলা বেরিয়েছি কাউকে কিছু না জানিয়ে। আমি দেখতে চাই তারা কাজ করছে কি-না। যেসব দোকান-পাট ফুটপাত দখল করে তাদের ব্যবসা চালিয়ে নিচ্ছিল, যেসব বাড়ির মালিক রাস্তায় নির্মাণসামগ্রী রেখে রাস্তা দখল করে তাদের ব্যক্তিগত কাজ করছিল সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। সে যেই হোক আমরা কাউকে ছাড় দেবো না।’

মিরপুরে মেয়র আতিকের ঝটিকা পরিদর্শন, ধরা পড়লো নানা অনিয়ম

তিনি বলেন, জনগণের চলাচলের জন্য রাস্তা-ফুটপাত নির্মাণ করা হয়েছে। জনসাধারণের চলাচল বিঘ্ন করে কাউকে কোনোরকম ব্যবসা-বাণিজ্য করতে দেওয়া হবে না। আমার পক্ষ থেকে পরিষ্কার বার্তা। অবৈধ কাজের জন্য সিটি করপোরেশন কাউকে বৈধ নোটিশ দেবে না।’

তিনি আরও বলেন, ‘শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও সাহায্য সহযোগিতা করতে হবে। যত্রতত্র ময়লা ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।’

এ সময় তিনি অঞ্চলে অঞ্চলে এই ধরনের আকস্মিক পরিদর্শন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
ধ্রুব এষ হাসপাতালে
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন