X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পরিচয় দিতো সচিবালয়ের কর্মকর্তা, লেনদেন হতো মোবাইল ব্যাংকিংয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৪আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৬:২৪

সচিবালয়ের কর্মকর্তা পরিচয়ে মামলার ভয় দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলো মো. জীবন খান (৩৪) ও মো. রাকিবুল ইসলাম শান্ত (২৬)। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর কলাবাগান থেকে তাদের ধরেছে র‌্যাব। র‌্যাব-১০-এর সহকারী পরিচালক এনায়েত কবির বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা স্বীকার করেছে, বেশ কিছুদিন ধরে সচিবালয়সহ রাষ্ট্রের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার নামে মিথ্যা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে আসছিল তারা। 

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক এনায়েত কবির আরও জানান, মো. জীবন খান (৩৪) ও মো. রাকিবুল ইসলাম শান্ত (২৬) গত ৩০ ডিসেম্বর দুপুরের দিকে মো. আমিনুল ইসলামের (৬২) কাছে ফোন দিয়ে সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেয়। আমিনুলের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের বানোয়াট অভিযোগ তুলে মিথ্যা মামলা দিয়ে তার পরিবারকে শারীরিক ও আর্থিক ক্ষতির হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে প্রতারকরা। একইসঙ্গে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয়।

আমিনুল ভয় পেয়ে তার পরিবার ও নিজের ক্ষতির কথা ভেবে আত্মীয়স্বজনদের কাছ থেকে টাকা ধার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০ হাজার ৪০০ টাকা পাঠায়। টাকার অঙ্ক দেখে প্রতারক চক্র অসন্তোষ প্রকাশ করে পুনরায় হুমকির মাধ্যমে আরও টাকা দারি করে। কিন্তু আমিনুল ইসলাম আরও টাকা সংগ্রহ করতে না পেরে নিরুপায় হয়ে র‌্যাবের শরণাপন্ন হয়ে একটি অভিযোগ দায়ের করে এবং থানায় জিডি করে।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
শ্বাসরুদ্ধকর অভিযানে সাবেক সেনাসদস্যসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার, র‍্যাবের পোশাক উদ্ধার
মাদক মামলায় বের হয়ে এসে মাদকের টাকার জন্য বাবাকে খুন
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ ছাত্রী সাভারে উদ্ধার
সর্বশেষ খবর
ফিরে দেখা ‘জুলাই’: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা ‘জুলাই’: ১ জুলাই ২০২৪
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’