X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পরিচয় দিতো সচিবালয়ের কর্মকর্তা, লেনদেন হতো মোবাইল ব্যাংকিংয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ১৬:২৪আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৬:২৪

সচিবালয়ের কর্মকর্তা পরিচয়ে মামলার ভয় দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলো মো. জীবন খান (৩৪) ও মো. রাকিবুল ইসলাম শান্ত (২৬)। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর কলাবাগান থেকে তাদের ধরেছে র‌্যাব। র‌্যাব-১০-এর সহকারী পরিচালক এনায়েত কবির বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা স্বীকার করেছে, বেশ কিছুদিন ধরে সচিবালয়সহ রাষ্ট্রের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার নামে মিথ্যা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে আসছিল তারা। 

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক এনায়েত কবির আরও জানান, মো. জীবন খান (৩৪) ও মো. রাকিবুল ইসলাম শান্ত (২৬) গত ৩০ ডিসেম্বর দুপুরের দিকে মো. আমিনুল ইসলামের (৬২) কাছে ফোন দিয়ে সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেয়। আমিনুলের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের বানোয়াট অভিযোগ তুলে মিথ্যা মামলা দিয়ে তার পরিবারকে শারীরিক ও আর্থিক ক্ষতির হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে প্রতারকরা। একইসঙ্গে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয়।

আমিনুল ভয় পেয়ে তার পরিবার ও নিজের ক্ষতির কথা ভেবে আত্মীয়স্বজনদের কাছ থেকে টাকা ধার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০ হাজার ৪০০ টাকা পাঠায়। টাকার অঙ্ক দেখে প্রতারক চক্র অসন্তোষ প্রকাশ করে পুনরায় হুমকির মাধ্যমে আরও টাকা দারি করে। কিন্তু আমিনুল ইসলাম আরও টাকা সংগ্রহ করতে না পেরে নিরুপায় হয়ে র‌্যাবের শরণাপন্ন হয়ে একটি অভিযোগ দায়ের করে এবং থানায় জিডি করে।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
টেকনাফে অপহৃত শিশুশিক্ষার্থীকে উদ্ধার, গ্রেফতার ৫
২৪ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
সর্বশেষ খবর
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ