X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিসহ চার দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ 

ঢাবি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২২, ১৩:২৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৩:২৭

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বৃদ্ধিসহ চার দফা দাবিতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় নীলক্ষেত মোড়ে অবরোধ করেছে একদল চাকরি প্রত্যাশী। রবিবার (১৬জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নীলক্ষেত মোড়ে এসে শিক্ষার্থীরা অবস্থান নেন। একপর্যায়ে আন্দোলনকারীদের সংখ্যা বৃদ্ধি পেলে তারা সড়ক অবরোধ করেন।  

এসময় নীলক্ষেত মোড়ের চারটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় যানজট, যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সরকারের কোনও প্রতিনিধি এসে আলোচনা করে ‘সন্তোষজনক সিদ্ধান্ত’ না দিলে সারাদিন আন্দোলন চলবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ প্রতিবেদন লেখা (বেলা সাড়ে ১২টা) পর্যন্ত আন্দোলন চলছে।

আন্দোলনের এক সমন্বয়ক এম এ আলিম বলেন, আমরা চাকরিতে বয়সসীমা বৃদ্ধি জন্য প্রধানমন্ত্রীসহ বিভিন্ন জায়গায় আমাদের দাবি জানিয়ে আসছি। আজ আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আলোকে আমরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছি। আমরা শাহবাগে অবস্থান নিতে চেয়েছিলাম পুলিশ আমাদের সেখানে বসতে দেয়নি। আমরা চাই সরকারের প্রতিনিধি আমাদের সাথে কথা বলে আমাদের যা যৌক্তিক তা বুঝিয়ে দিক, আমাদের চাকরিতে বয়সসীমা বৃদ্ধি করে দিক। 

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিসহ চার দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ 

বয়সীমা কত বৃদ্ধি চান- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চাকরিতে প্রবেশের নির্দিষ্ট কোনও গণ্ডি চাই না। তারপরেও সরকার যদি চায় অন্তত আমরা করোনায় যে দুই বছর এবং সেশনজটে যে তিন বছর হারিয়েছি তা বৃদ্ধি করা হোক। এখন ৩০ আছে তা বৃদ্ধি করে ৩৫ বা ৩৬ করা হোক। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। সরকারের কোনও প্রতিনিধি এসে আলোচনা না করলে সারাদিন অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তাদের অন্য দাবিগুলো হলো, অতিরিক্ত বেকারদের কর্মক্ষেত্র তৈরিতে বাৎসরিক বাজেটে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হবে। নিয়োগ দুর্নীতি জালিয়াতি বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষার (প্রিলি ও রিটেন) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করতে হবে এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

/ইউএস/
সম্পর্কিত
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সমাজসেবা অধিদফতরে চাকরির সুযোগ, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরি
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা