X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ১৮:১০আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৮:১০

জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও সরকারি প্লটের তথ্য গোপন করার অভিযোগে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার (১৭ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক মামুনুর রশিদ চৌধুরী বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা- ১ এ মামলাটি দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে প্রায় ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্র জানায়, ২০২০ সালের ২৫ নভেম্বর গোল্ডেন মনিরের বরাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছিল। এর প্রেক্ষিতে গত বছরের ২ মার্চ তিনি দুদকে প্রায় ৪৮ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী দাখিল করেন। দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তারা তার ঘোষিত সম্পদ যাচাই-বাছাই করতে গিয়ে পারিবারিক ব্যয়সহ প্রায় ৫৬ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির তথ্য পায়। ২০১০-১১ থেকে ২০২০২১ করবর্ষে মনিরের বেতন ভাতা, গৃহসম্পত্তি, ব্যবসাসহ অন্যান্য খাত থেকে প্রায় সাড়ে ২৬ কোটি টাকা আয়ের উৎস পাওয়া যায়।

এছাড়া মনিরের মালিকানাধীন অটোকার সিলেকশনের নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রগতি স্মরণী শাখা ও স্ত্রী রওশন আক্তারের নামে সুদবিহীন সোয়া সাত কোটি টাকার ঋণের তথ্য পাওয়া গেছে। ঋণ ও বৈধ উৎস মিলিয়ে তার মোট সম্পদ হওয়ার কথা প্রায় ৩৪ কোটি টাকার। কিন্তু আয়ের উৎসবর্হিভূত অবৈধভাবে উপার্জিত আরও প্রায় ২২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি পাওয়া গেছে, যা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

দুদক সূত্র জানায়, এছাড়া দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানকালে দেখা গেছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর বিভিন্ন প্রকল্পে মনির হোসেনের নামে মোট ২৩টি প্লট রয়েছে। কিন্তু তিনি একটি প্লটের বিষয়েও দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে উল্লেখ করেননি। তিনি তার নামে থাকা প্লটগুলোর বিষয়ে তথ্য গোপন করেছেন। অসাধু উপায়ে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে নিজ নামে বিপুল অর্থ-সম্পদ অর্জন করার অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তে আরও সম্পদের তথ্য পাওয়া গেলে তা অভিযোগপত্রে সংযুক্ত করা হবে।

 

 

 

/এনএল/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা