X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রমজানে স্কুল বন্ধের গুজব, দুই প্রাথমিক শিক্ষক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২২, ২২:২৩আপডেট : ৩০ মার্চ ২০২২, ২২:২৩

প্রাথমিক বিদ্যালয়ে ২০ রমজান পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার সরকারি সিদ্ধান্তের বিপরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেওয়া দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন— দিনাজপুর সদর উপজেলার গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল লতিফ এবং  মানিকগঞ্জ সদরের বান্দুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পা রানী সরকার। বুধবার (৩০ মার্চ) সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস থেকে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে পোস্ট দেওয়ার কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

প্রসঙ্গত, সরকারি আদেশের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে রমজানে প্রাথমিক বিদ্যালয় ছুটি দিয়েছেন প্রধানমন্ত্রী- এমন গুজব ছড়িয়ে পড়ে সারাদেশে। এই ঘটনার পর মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানানো হয়- গুজব ছাড়ানো হয়েছে; ২০ রমজান পর্যন্ত পাঠদান চলবে।

সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়, সহকারী শিক্ষক মো. আব্দুল লতিফ গত ২৯ মার্চ ফেসবুকে ‘অবশেষে প্রথম রোজা থেকেই দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ উল্লেখ করে বিভ্রান্তিমূলক পোস্ট দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে।’

প্রকৃতপক্ষে ২০ রমজান পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত বাতিলের কোনও সরকারি আদেশ জারি হয়নি মর্মে প্রাথমিক শিক্ষা অধিদফরের এক চিঠিতে ২৯ মার্চ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।

মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসের আদেশে বলা হয়, বান্দুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পা রানী সরকার ফেসবুকে এই মর্মে স্ট্যাটাস দিয়েছেন যে, ‘অবশেষে প্রথম রোজা থেকেই সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সাময়িক বরখাস্তের অফিস আদেশ দুটিতে আরও বলা হয়, কোডিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতর গত ২৪ মার্চের অফিস আদেশে রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়গুলোয় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয়।

/এসএমএ/এফএ/
সম্পর্কিত
দায়িত্বে গাফিলতির কারণে ডুবে গিয়েছিল রজনীগন্ধা ফেরি, ১১ জন বরখাস্ত
যৌন হয়রানির অভিযোগে জবির আরেক শিক্ষক বরখাস্ত
ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি করায় এসআই বরখাস্ত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ