X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

সাবধানতার সঙ্গে নিউমার্কেটের ঘটনা মোকাবিলা করা হচ্ছে: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১৪:২০আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৬:৩৮

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘সাবধানতার সঙ্গে ঘটনা মোকাবিলা করা হচ্ছে।’

মঙ্গলবার (১৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ঈদুল ফিতরকে সামনে সারাদেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ ও ছুটি প্রদান, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

জানা গেছে, গতকাল সোমবার রাত ১১টার দিকে নিউ মার্কেটে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মার্কেটের দোকানদারের কথা কাটাকাটি হয়। এ সময় শিক্ষার্থীদের ব্যবসায়ীরা মারধর করে। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউ মার্কেট এলাকায় এসে ভাংচুর চালায়। শুরু হয় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেই ঘটনার জেরে আজ মঙ্গলবারও সকাল থেকে নিউমার্কেট এলাকায় সংঘর্ষ শুরু হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, একটি দোকানে চটপটি খাওয়ার পর ‘টাকা না দেওয়ার’ কারণে বাগবিতণ্ডার শুরু হয় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর। বাগবিতণ্ডার জেরে হাতহাতি হয়। পরবর্তী সময়ে এ ঘটনা ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে হামলা চালায়।

বৈঠক শেষে ব্রিফিংকালে সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রশ্ন করেন সাংবাদিকরা। দীর্ঘ সময়য়েও সংঘর্ষ কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আশা করছি, কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা কুল ডাউন হবে।’ এ ঘটনার জন্য দায়ীদের আইনের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি করেন মন্ত্রী।

রাতের সংঘর্ষের সময় তৎপর হলেও সকালে নতুন করে সংঘর্ষ শুরু হলে পুলিশ ততটা উদ্যোগী ছিল না— নিউ মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগে প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদ সম্মেলনে উপস্থিত ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন।

এর উত্তরে পুলিশ কমিশনার বলেন, ‘নিউ মার্কেটের ঘটনা অনাকাঙ্ক্ষিত। পুলিশ ধৈর্যের সঙ্গে ঘটনা মোকাবিলা করছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘এটা এমন কোনও ঘটনা নয় যে— পুলিশ গুলি করে তাদের সরিয়ে দেবে। ঘটনাটি অনেক জটিল, এত সহজ ঘটনা না এটি। আশেপাশে অনেকগুলো মার্কেট রয়েছে। তাই সাবধানতার সঙ্গে ঘটনা মোকাবিলা করা হচ্ছে।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
ডিএমপির ৪ পুলিশ কর্মকর্তার বদলি
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ ও সাবেক এমপি শামীমা গ্রেফতার
রাজধানীতে ৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
সর্বশেষ খবর
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ