X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা হয়েছে কিনা তদন্ত করা হবে: দীপু মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ০৯:০০আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৭:৫২

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে হাসপাতাল থেকে ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানাবেন কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা বলছেন তাদের ওপর টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। পুলিশ এসে মাঝখানে থাকবে, দুই পক্ষকে শান্ত করবে, কিন্তু সেখানে টিয়ারসেল ছোড়ার মতো ঘটনা ঘটেছে। আমার শিক্ষার্থীরা আহত হয়েছেন। তদন্ত করে দেখতে হবে এখানে পুলিশি অ্যাকশন প্রয়োজন মতো ছিল, নাকি অতিরিক্ত হয়েছে? যদি তদন্তে আসে এটার প্রয়োজন ছিল না, তাহলে এটাকে পুলিশি হামলা বলতে পারবো। তদন্ত ছাড়া আমার পক্ষে তা বলা সম্ভব নয়। আমরা চাই তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসুক।’

আহত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন, খন্দকার রাজিব, আল সানি, সৌরভ, ফজলে রাব্বি, নিশান, ফয়সাল মাহমুদ। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর কাছে সংঘর্ষের ঘটনার নেপথ্যে কে ছিলেন, পুলিশের ভূমিকা কী ছিল তা তুলে ধরেন। শিক্ষার্থীরা নিউ মার্কেট থেকে হকার তুলে দেওয়ারও দাবি জানান।

সংঘর্ষের সূত্রপাতকারী দোকান মালিক ও নিউ মার্কেট ব্যবসায়ী সংগঠনের সভাপতি এবং থানা যুবদলের আহ্বায়ক বলে শিক্ষামন্ত্রীকে জানান শিক্ষার্থীরা। ছাত্ররা শিক্ষামন্ত্রীকে বলেন, সংশ্লিষ্ট ওই দোকান মালিকের নেতৃত্বে ব্যবসায়ীরা দিনভর সংঘর্ষের ঘটনা ঘটিয়েছেন। পুলিশ সংঘর্ষের সময় ব্যবসায়ীদের পক্ষ নিয়েছেন। পুলিশ কলেজের ভেতরে রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়েছে।

এ সময় শিক্ষামন্ত্রী ছাত্রদের বলেন, ‘ঘটনার তদন্ত করা হবে। আমি তোমাদের সব কথা প্রধানমন্ত্রীকে জানাবো। যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে দুই জন আহত, তাদের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী।’

এর আগে শিক্ষামন্ত্রী আহত মোশাররফের চিকিৎসার খোঁজ-খবর নেন। তার সঙ্গে কথা বলেন। শিক্ষামন্ত্রী মোশাররফের বাবা মজিবুর রহমানের সঙ্গে কথা বলেন। শিক্ষামন্ত্রীর কাছে ছেলের চিকিৎসার দাবি জানান আহত শিক্ষার্থীর বাবা।

বুধবার পরিস্থিতি খারাপ হতে পারে, অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারেন। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি শিক্ষার্থীদের আহ্বান জানাই, সবাই চান দেশটা শান্তিতে থাক। মঙ্গলবারের সারা দিনের ঘটনা অভিভাবকরা দেখেছেন। অনেক বাবা-মায়ের সন্তান ঢাকায় হোস্টেলে থেকে লেখাপড়া করেন। তাদের কী রকম দুশ্চিন্তা হয়েছে। কাজেই আমি আশা করবো, সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শান্তি বজায় রাখবেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন তাদের আন্দোলনের দরকার নেই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা ব্যবস্থা নেবো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিউ মার্কেটের ব্যবসায়ীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরাও মারমুখী অবস্থান থেকে কাজে ফিরে যাবেন। কোনোভাবে উত্তেজনা সৃষ্টি করবেন না। যারা ইন্ধন জোগাবার চেষ্টা করছে, আমি তাদের বলতে চাই, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অনেক অপচেষ্টা হচ্ছে। আজকেও যারা অপচেষ্টা চালাবে তারা সফল হবে না। কেউ যদি অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এসএমএ/আইএ/এমওএফ/ 
সম্পর্কিত
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, একজন আহত
তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে