X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রিমান্ডে তথ্য দেওয়ার ওপর নির্ভর করছে পি কে হালদারের ফেরত আসা

শেখ শাহরিয়ার জামান
১৫ মে ২০২২, ২৩:৫৯আপডেট : ১৫ মে ২০২২, ২৩:৫৯

হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে রিমান্ডে নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পিকে হালদারের দেশে ফেরত আসা অনেকটা নির্ভর করছে তিনি রিমান্ডে কী তথ্য দিচ্ছে তার ওপর।

এ সম্পর্কে ওয়াকিবহাল এক কর্মকর্তা বলেন, ‘পিকে হালদার ভারতে অনেক টাকা পাচার করেছেন। কিছু ভারতীয় অবশ্যই এর সুবিধাভোগী। তাদের সহায়তা ছাড়া এটা সম্ভব নয়। এখন দেখার বিষয় পি কে হালদার রিমান্ডে কী দিচ্ছেন, কার নাম উল্লেখ করছেন।’

গোটা বিষয়টির মধ্যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আছে জানিয়ে তিনি বলেন, ‘ইডি একটি কেন্দ্রীয় সংস্থা। ঘটনা ঘটেছে কলকাতায়, যেখানে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। ভারতীয় সুবিধাভোগীদের মধ্যে তৃণমূলে কেউ যদি জড়িত থাকে তবে দলটিকে অভিযুক্ত করার একটি চেষ্টা কেন্দ্রীয় সরকার নিতে পারে।’

পি কে হালদারকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হচ্ছে না—এ বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘শনিবার ছুটি থাকায় বিশেষ আদালতের মাধ্যমে হালদারকে রিমান্ডে নেওয়া হয়। সোমবার কলকাতায় বৌদ্ধ পূর্ণিমার ছুটি। ফলে মঙ্গলবার অফিস খোলার আগ পর্যন্ত বিষয়টি হয়তো প্রকাশ্যে নাও জানাতে পারে।’

তিনি বলেন, সোমবারের মধ্যে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট হালদারের কাছ থেকে যে তথ্য জানার প্রয়োজন সেটি হয়তো জেনে যাবে।

উল্লেখ্য শনিবার (১৪ মে) দুপুরে পি কে হালদারসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। ওইদিন আদালত ছুটি থাকায় অভিযুক্তদের বিশেষ আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। বিচারক এই মামলায় ৫ পুরুষ আসামির ১৭ মে পর্যন্ত ইডি হেফাজত ও এক নারী আসামির ১৭ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

পি কে হালদারের গ্রেফতারের বিষয়টি এখনও বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ বিষয়ে আরেক কর্মকর্তা বলেন, এ ধরনের তথ্য এক দেশ আরেক দেশকে বিভিন্নভাবে জানায়। কলকাতায় উপ-হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশকে তথ্য দেওয়া সম্ভব।

অন্যদিকে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় সংস্থা হওয়ার কারণে তারা দিল্লিতে বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করতে পারে জানিয়ে তিনি বলেন, ‘তৃতীয় আরেকটি চ্যানেল হচ্ছে ঢাকায় ভারতীয় কমিশন সরাসরি বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারে। কূটনীতিক চ্যানেল ছাড়া পিকে হালদারের বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারি করেছে ঢাকা।ওই সংস্থার মাধ্যমে ভারত বিষয়টি ঢাকাকে জানাতে পারে। এখন পর্যন্ত এই চ্যানেলগুলো ব্যবহার করা হয়নি।’

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
পাওল নাটোর্পের রবীন্দ্র-মূল্যায়ন
পাওল নাটোর্পের রবীন্দ্র-মূল্যায়ন
ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তীঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা