X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বিএসএমএমইউ-তে ৬ দফা দিবস পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুন ২০২২, ১৫:৫৪আপডেট : ০৭ জুন ২০২২, ১৬:৩৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সকালে বিএসএমএমইউ’র বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও বিএসএমএমইউ শাখার স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট, ল্যাব টেকিনিশয়ান ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘যখন একটি দেশে বলা হয়, এক পাশের মুদ্রা অন্য পাশের মুদ্রা এক হবে না, তখনই স্বাধীনতা ঘোষণা করা হয়ে যায়। সেই সময় ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা দেওয়া হয়েছিল। এতে একটি প্রদেশের স্বায়ত্তশাসনের কথা বলা হয়। বলঅ হয় একটি দেশের মুদ্রা অন্য দেশে চলবে না, এই দেশের আয় এই দেশেই থাকবে। এই দফাগুলো দিয়ে জনগণকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

উপাচার্য আরও বলেন, ‘জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা কীভাবে গড়ে তুলতে হয়, কীভাবে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন করতে হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রমের মাধ্যমে তা দেখিয়ে দিয়েছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পায়রা বন্দরসহ উন্নয়নের রোল মডেলে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর দৃঢ়তা ও স্বপ্ন বাস্তবায়নের সক্ষমতায় দেশ প্রতিনিয়ত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিএসএমএমইউ’র স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করবো।’

/এসও/আরকে/আইএ/
সম্পর্কিত
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়েকে আটক করতে হাসপাতালের কক্ষ ঘেরাও
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন