X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পোলিং এজেন্ট ব্যবস্থাই বাতিলের দাবি এনডিএমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২২, ১৪:২৮আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৪:২৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট ব্যবস্থা না রাখারই পক্ষে মত দিয়েছে জাতীয়তাবাদী গণতা‌ন্ত্রিক আন্দোল‌ন (এন‌ডিএম)। সেইসঙ্গে ৩০০ আসনেই একদিনে না করে একাধিক দিনে ভোট গ্রহণের পরামর্শ দেয় ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এই দলটি। 

রবিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এমন অবস্থান তুলে ধরেন দলটির যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

সরকারি দলের প্রার্থীর এজেন্ট ব্যতীত অন্য কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্ট ভোটকেন্দ্রে অবস্থান করতে পারে না বলে দাবি করেন তিনি। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্ট ব্যবস্থা বাতিল করার দাবি জানিয়েছে দলটি।

সংলাপে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজসহ ১০ সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসেন। অন্যদিকে সিইসি কাজী হা‌বিবুল আউয়ালসহ চার কমিশনার ও ইসির কর্মকর্তারা সংলাপে উপস্থিত ছিলেন।

পোলিং এজেন্ট ব্যবস্থা বাতিল প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, 'বিগত কয়েকটি ভোটে আমরা দেখেছি সরকারি দল ছাড়া অন্য দলের এজেন্টরা ভোটকেন্দ্রে যেতে পারে না। নির্বাচন কমিশনে (ইসি) এই বিষয়ে প্রায় প্রতিটি বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে উদ্বেগ জানানো হলেও কোনও সুরাহা হয় নাই। স্থায়ী সমাধানের জন্য আমাদের প্রস্তাবনা হলো- পোলিং এজেন্ট নিয়োগের ব্যবস্থাটি বাতিল করতে হবে।’ 

তিনি বলেন, ‘বিকল্প হিসেবে প্রতিটি ভোটকেন্দ্র ভোটপ্রদানের গোপন কক্ষ ব্যতীত সিসিটিভির আওতায় আনতে হবে। এই সিসিটিভির লাইভ ফুটেজ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দেখার ব্যবস্থা করতে হবে।’

এসময় দলটি কমিশনকে নির্বাচনকালে জনপ্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি জানায়। দলটির যুগ্ম মহাসসচিব মোমিনুল আমিন বলেন, ‘জনগণ প্রত্যাশা করে, নির্বাচনকালীন সময়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় সুপার প্রাইম মিনিস্টারের ভূমিকায় অবতীর্ণ হয়ে জনপ্রশাসনকে নিরপেক্ষ এবং পেশাদারভাবে কাজ করতে প্রয়োজনীয় অনুশাসন প্রদান করবেন। তফশিল ঘোষণার পর নির্বাচন কমিশনের গোপন তালিকা থেকে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, তথ্য এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব নতুনভাবে নিয়োগ করতে হবে। রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচন কমিশন জনপ্রশাসনের এই গোপন তালিকা তৈরি করবে। এছাড়াও এই তালিকা থেকে প্রয়োজন অনুসারে বা রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার পরিবর্তন করতে হবে।’

এসময় তিনি ইভিএম ব্যবহারে পেপার অডিট ট্রেইল সংযুক্ত করা ও একাধিক দিনে ভোট করার দাবি জানান। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ৩০০ আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা রয়েছে বলে আমরা মনে করি না। তথাপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি ইভিএম ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা ডিজিটাল পেপার অডিট ট্রেইল ব্যবহারের পাশাপাশি পেপার অডিট ট্রেইল সংযুক্ত করার দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, একজন ভোটারের প্রদত্ত ভোটটি ইভিএম মেশিনের মেমোরিতে সঠিকভাবে সংরক্ষিত হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে ইসি সাংবিধানিকভাবে দায়বদ্ধ।’

এনডিএম-এর অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- অবাধ রাজনৈতিক চর্চার সুযোগ সৃষ্টি করা, নির্বাহী বিভাগ থেকে রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার নিয়োগ না দেওয়া, নির্বাচনকালে গণমাধ্যম বিষয়ক নীতিমালা প্রণয়ন করা, ভোটের আগেই আসনভিত্তিক সীমানা পুনর্নির্ধারণ করা, জেলাপর্যায়ে শক্তিশালী নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা, রাজনৈতিক মামলায় গ্রেফতার বন্ধ করা, বিদেশি পর্যবেক্ষকসহ নির্বাচনী পর্যবেক্ষণ টিমকে অনুমতি দেওয়া, নির্বাচনি ব্যয়সীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং নির্বাচনি প্রচারকালে প্রতিটি বিভাগে মত বিনিময় সভা আয়োজন করা।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
বৃষ্টিতে ভোটার উপস্থিতি কম নোয়াখালীর সুবর্ণচরে
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বশেষ খবর
পাওল নাটোর্পের রবীন্দ্র-মূল্যায়ন
পাওল নাটোর্পের রবীন্দ্র-মূল্যায়ন
ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তীঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
বরিশালে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন
বরিশালে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা