X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে থেমে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২২, ১২:৩৬আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১২:৫৩

রাজধানীর শ্যামলীতে মেরামতের জন্য আটকে থাকা ট্রাকে অন্য একটি ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। শনিবার (১৪ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজনের একজন মো. রনি (৩৭); তিনি থেমে থাকা ট্রাকটির হেলপার। অপরজনের নাম রাজু, তিনি ধাক্কা দেওয়া ট্রাকটির চালক।

এ দুর্ঘটনায় থেকে থাকা ট্রাকটির চালকও গুরুতর আহত হয়েছেন। তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপর একটি ট্রাকের চালক মো. উজ্জ্বল বলেন, ‘খবর শুনে এসে আমি জানতে পেরেছি, রনি যে আন্তজেলা ট্রাকটিতে কাজ করতো ওই ট্রাকটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সে ওই ট্রাকের নিচে গিয়ে ত্রুটি মেরামতের চেষ্টা করছিল। এই সময় আরেকটি গাড়ি এসে পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিচে থাকা হেলপার রনি চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রনি নাটোর জেলার বনপাড়া উপজেলার আবুল কাশেমের ছেলে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এদিকে থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটির চালক রাজুকে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তবে রাজুর পরিচয় বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া