X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্টেডিয়াম বানাতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন

রাশেদুল হাসান
১৮ আগস্ট ২০২২, ০০:০৫আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০০:২৪

মাঠের অভাবে চার দেয়ালে বন্দি থাকতে হয় জনবহুল নগরী ঢাকার শিশু কিশোরদের।  স্কুলের সময় ছাড়া বেশিরভাগ সময় বাসায় বন্দি অবস্থায় থাকতে হয় তাদের মোবাইল ও  ভিডিও গেম ছাড়া বিনোদনের কোনও ব্যবস্থা নেই। তাই শিশু কিশোরদের খেলাধুলার অধিকার নিশ্চিত করতে একটি স্টেডিয়াম নির্মাণ করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন।  ইতোমধ্যে, স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেছে সিটি করপোরেশনটি।

ডিএনসিসি সূত্রে জানা গেছে,  মেয়র আতিকুল ইসলাম নব সংযুক্ত ওয়ার্ডে ১৮ টি ওয়ার্ডের যেকোনও খোলা জায়গায় এ স্টেডিয়াম তৈরির  অভিপ্রায় ব্যক্ত করেছেন।

উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা নতুন ওয়ার্ডগুলোতে ২০ বিঘা আয়তনের খোলা জায়গা খোঁজার জন্য অঞ্চল ৬-১০ পর্যন্ত সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন। এ স্টেডিয়াম পুরোপুরি নিজস্ব অর্থায়নেই করতে চায় সিটি করপোরেশন।

উত্তর সিটির অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন বলেন, কী ধরনের মাঠ হবে আমরা জানি না। একটি সভায় আমাদের জায়গা খোজার কথা বলা হয়েছে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, আমরা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়ে জমির বিষয়ে প্রস্তাব পাঠানোর অনুরোধ করেছি। প্রাথমিকভাবে জমি কেনা ও নির্মাণ নিজস্ব টাকায় কাজ করতে চাই। এরপর কেউ এগিয়ে এলে আমরা তাদের সাহায্য ও নিতে পারি।

এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকায় স্টেডিয়াম খুব কম। যা আছে সেগুলোতে সাধারণ মানুষের খেলাধুলার সুযোগ নেই। তাই আমরা একটা খেলার মাঠ তৈরি করতে চাই। যেখানে এক গ্যালারি মধ্যে সব ধরনের খেলাধুলা হবে। বিশেষ করে ক্রিকেট ও ফুটবল। এটা হবে মাল্টিপারপাস। এখানে সব মানুষের খেলার ও ঘোরার সুযোগ থাকবে।

তিনি আরও বলেন, আমার মেয়াদের মধ্যে আমি কাজটা শুরু করতে চাই। আমি জায়গা দেখতে বলছি। রাজস্ব আয় বাড়লে আমরা নিজেদের টাকাতেই এটা করে ফেলবো।

/এমআর/
সম্পর্কিত
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া