X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা এড়াতে আরও সতর্ক থাকার নির্দেশ

রিয়াদ তালুকদার
২২ আগস্ট ২০২২, ২১:১৪আপডেট : ২২ আগস্ট ২০২২, ২৩:০১

থানা হেফাজতে মৃত্যু কিংবা পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা এড়াতে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটের সদস্যদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। দায়িত্ব পালনের সময় নিজেদের বিচক্ষণতার পরিচয় দিয়ে যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশি হেফাজতে কিংবা থানা হেফাজতে কোনও মৃত্যুর ঘটনা যেন না ঘটে সে কারণে প্রতিটি ইউনিট প্রধানদের আরও দায়িত্বশীল হবার পরামর্শ দিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি হাতিরঝিল থানা হেফাজতে হাজতখানায় এক আসামির আত্মহত্যার ঘটনা এবং গোয়েন্দা হেফাজতে থাকাকালীন আরও এক আসামির মৃত্যুর ঘটনা অনেকটাই বিব্রত করেছে পুলিশকে। সতর্ক থেকে আসামি গ্রেফতার, আসামিকে জিজ্ঞাসাবাদ কিংবা থানা হেফাজতে আসামি রাখার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। করোনাকালে পুলিশের কার্যক্রম সব মহলে প্রশংসিত হয়েছে। দুই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হয়। এ ধরনের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড এড়িয়ে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দফতর সূত্র বলছে, থানার নিরাপত্তা এবং হাজতখানায় আসামিদের কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় মনিটরিংয়ের জন্য প্রতিটি থানায় সিসিটিভি স্থাপন করা হয়েছে। সিসিটিভির মাধ্যমে সব বিষয় সার্বক্ষণিক নজরদারি রাখার কথা বলা হয়েছে। রাত কিংবা দিন সবসময় এ বিষয়ে তদারকি করতে হবে। যদি তদারকি থাকতো তাহলে হাতিরঝিলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হতো না। দায়িত্বে অবহেলার বিষয়টি এখানে স্পষ্ট। যার দায় পুরো পুলিশ বিভাগের ওপর পড়েছে। যা খুবই অনাকাঙ্ক্ষিত।

পুলিশ সদর দফতরের ডিআইজি অপারেশন্স হায়দার আলী খান বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশি হেফাজতে কোনও মৃত্যুর ঘটনা যেন না ঘটে এ নিয়ে সবসময় পুলিশ সদর দফতর থেকে প্রতিটি ইউনিট এবং প্রতিটি সদস্যকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। দায়িত্বশীল কর্মকর্তারা মাঠ পর্যায়ে থাকা কর্মকর্তাদের সদস্যদের প্রতিনিয়ত ব্রিফ করেন। যেকোনও সত্য ঘটনা প্রকাশ করতে পুলিশ কোন কার্পণ্য করে না বলেও জানান তিনি।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ