X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

স্কুলবাস কেমন হতে হবে?

উদিসা ইসলাম
১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:০০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:০০

‘হাতে গোনা দু-তিনটি এলাকা ছাড়া এমন কোনও আবাসিক এলাকা কি আমরা তৈরি করতে পেরেছি যেখানে বাসস্ট্যান্ডে গিয়ে স্কুলবাস ধরতে পারবে শিশুরা। সরু পথ দিয়ে মূল সড়কে উঠতে হয়, তাও বাসস্ট্যান্ডের কোনও ঠিক নেই। তারপরও আমি চাই আমার সন্তান একটি সুন্দর স্কুলবাসে তার সহপাঠীদের সঙ্গে স্কুলে যাক। তবে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর চালক ও হেলপারকে সরকারি চাকরির মতো প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ দিতে হবে’—বলছিলেন প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীর মা। তিনি পেশায় ব্যাংকার। সন্তানকে স্কুলে নামিয়ে দিতে তাকে অফিসের উল্টো পথে একঘণ্টা যেতে হয়। এই হয়রানি দূর করতে পারলে তিনি খুশি।

রাজধানীতে যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয়ে স্কুলবাস চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। স্কুলবাস চালু করতে চারটি ইংলিশ মিডিয়াম স্কুলের অভিভাবকদের সঙ্গে বুধবার (৭ সেপ্টেম্বর) গুলশান-২ নগর ভবনে বসেন তারা। নিরাপত্তা নিশ্চিত করা গেলে সন্তানকে স্কুলবাসে দিতে একমত হন অভিভাবকরা। কিন্তু তাদের বেশকিছু শঙ্কাও আছে। এটা শুধু শঙ্কাই নয়, তাদের প্রতিটি কথা যৌক্তিকও। রাজধানীর অন্যান্য স্কুলের অভিভাবকরাও বলছেন, নিরাপত্তা নিশ্চিত করা গেলে তারাও স্কুলগুলোকে বাসের ব্যবস্থা করতে বলবেন।

বুধবারের আলোচনায় স্কুলগুলোর পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের জন্য আরামদায়ক বাস, নির্দিষ্ট স্থান থেকে শিক্ষার্থীদের বাসে তোলা ও স্কুলের ফটকে নামানো,  প্রশিক্ষিত চালক ও সহকারী নিয়োগ,  বাসে উঠানো থেকে ও শ্রেণীকক্ষে পৌঁছানো পর্যন্ত অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর নজরদারির বিষয়টি নিশ্চিত করতে হবে। অভিভাবকদের দুশ্চিন্তার কারণ ঢাকার রাস্তার পাবলিক বাসগুলোর স্বেচ্ছাচারিতা, ফিটনেস,  চালক ও সহকারীর বৈশিষ্ট্য। তারা বলছেন, যদি পৃথক লেনের সুযোগ না করা হয় তাহলে সঠিক সময়ে শিক্ষার্থীরা পৌঁছাতে পারবে না। সেটা আরেকটা হয়রানিমূলক পরিস্থিতির জন্ম দেবে।

রাজধানীর উত্তরের মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইংলিশ মিডিয়ামের এক শিক্ষার্থীর বাবা রায়হান হাসেম বলেন, এটা শুরু করা চ্যালেঞ্জ হবে। কিন্তু অসম্ভব না। আমরা যারা অভিভাবক তারা যদি মনে করি বাসে যাতায়াতের মধ্য দিয়ে সন্তানের সামাজিকীকরণ ঘটবে তাহলে নিরাপত্তার বিষয়গুলো সমাধান কঠিন হবে না। তবে কন্যাশিশুদের জন্য বাসের মধ্যে একজন দায়িত্বশীল নারী অ্যাটেনডেন্ট রাখলে আরেকটু নিশ্চিন্ত হওয়া যায়। এই কাজ কোনওভাবেই স্কুলগুলোর ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না।

অভিভাবকদের ভয় দূর হবে কীভাবে প্রশ্নে মেয়র আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ভয় থাকবেই। আমার সন্তানকে আমি বাসে দিচ্ছি, ভয় থাকবে না? অভিভাবকরা নিরাপত্তার কথা বলছেন, আমি জানাতে চাই রাইড শেয়ারিংয়ের টেকনোলজিটা কাজে লাগানো হবে। আমি তাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে যে পয়েন্টগুলো পেলাম সেগুলো সমস্যা না, এটা চ্যালেঞ্জ।

মেয়র আতিক আরও বলেন, আমি বিদেশে দেখেছি স্কুলের ১০০ গজের মধ্যে কোনও ব্যক্তিগত গাড়ি প্রবেশ করতে দেওয়া হয় না।  কারণ স্কুলের সবাই যেন নিজেকে সমান স্তরের মনে করতে পারে। আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। ভয় দূর করতে আমরা স্কুলে স্কুলে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলবো। ঢাকার রাস্তার যে পরিস্থিতি এটা বাস্তবায়ন করতে পারলে অনেক উপকার হবে।

আরও পড়ুন:

/এমআর/
সম্পর্কিত
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে মশা নিধন অভিযান শুরু ডিএনসিসির
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন