X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দীর্ঘদিনেও সংস্কার হয়নি সড়কটির, দুর্ভোগের শেষ নেই

রাশেদুল হাসান
১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:১৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০নং ওয়ার্ডের নতুন বাজার থেকে ছোলমাঈদ পর্যন্ত সড়কটি ভাটারা থানার আওতাধীন। এ সড়কে রয়েছে অসংখ্য খানাখন্দ। নেই বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা। ভাটারা ইউনিয়ন পরিষদ আমলের যে সরু নর্দমা আছে তা বদ্ধ হয়ে গেছে, জায়গায় জায়গায় নেই ঢাকনা।

চার কিলোমিটার সড়কটি প্রতিদিন ব্যবহার করেন এ এলাকার কয়েক লাখ মানুষ। এ সড়কের যানবাহন বলতে রয়েছে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা। আর পথচারী চলাচলের জন্য নেই কোনও পায়ে চলার পথ। নানা সমস্যায় এলাকার মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতে এ সড়কটি ডুবে যায় আর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কয়েকদিন পর্যন্ত রাস্তায় থাকে পানি।

এ এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম বলেন,  ‘এ সড়কটির সরকার বাড়ি, খন্দকার বাড়ি এবং ভাটারা অংশে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। কয়েকদিন লাগে সেই পানি সরতে। আর পুরো সড়কে উন্নয়ন কাজ না হওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। প্রায়ই গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটে।’

তিনি জানিয়েছেন, এ সড়কটির উন্নয়ন কাজ সর্বশেষ ৯ বছর আগে ভাটারা ইউনিয়ন পরিষদ আমলে হয়েছিল। ২০১৭ সাল ঢাকা উত্তর সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার পর কোনও উন্নয়ন কাজ হয়নি।

সামান্য বৃষ্টিতে এ সড়কটি ডুবে যায়

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইজিবাইক চালক বলেন, ‘এ রাস্তার মেরামতকাজ করতে আমি কোনোদিন দেখিনি। রাস্তার কাজের টাকা কাউন্সিলর কী করেন তিনিই জানেন। আগে আমাদের এলাকা ইউনিয়ন পরিষদ ছিল, সেটাই ভালো ছিল। তাও একটু মেরামতের কাজ হতো।’

তিনি আরও বলেন,  ‘বৃষ্টি হলে রাস্তাটি পুরোপুরি পানির নিচে থাকে। কখন যে গাড়ি কোন গর্তে পড়ে সেই আতঙ্কে থাকি। আর মোটরে পানি ঢুকে নষ্ট হওয়ার ঘটনা প্রায় প্রতিদিনই হয়।’

বিষয়টি জিজ্ঞেস করা হলে ৪০নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ঢালী জানান, তিনি এ সড়কটির জন্য কোনও বরাদ্দ পাননি।  

এ বিষয়ে তিনি বলেন,  ‘চার হাজার কোটি টাকার কাজ হচ্ছে কিন্তু আমার ওয়ার্ডের এই রাস্তা প্রায়োধিকার নেই। মানুষ গালিগালাজ করে। সরকারের বদনাম হয়, কিন্তু কী করমু? মেয়র তো টাকা দেননি যে  আমি কাজ করবো। আমিও তো নিরুপায়।’

জানতে চাইলে উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন,  ‘আমরা চার হাজার ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করছি। সড়ক,  নর্দমা সব কিছুরই উন্নয়ন হবে এ প্রকল্পের আওতায়। তারা ইতোমধ্যে কয়েকটি জায়গায় ক্যাম্প স্থাপন করেছে। তারা কাজ শুরু করেছে প্রায়োধিকারের ভিত্তিতে। এ সড়ক খুবই খারাপ হলে আমরা পরিদর্শন করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা আগামী সোমবারের সভায় এ সরকারের উন্নয়নের বিষয়টি তুলবো।’

/এমএএ/
সম্পর্কিত
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সৎমাকে বঁটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী