X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

দীর্ঘদিনেও সংস্কার হয়নি সড়কটির, দুর্ভোগের শেষ নেই

রাশেদুল হাসান
১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:১৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০নং ওয়ার্ডের নতুন বাজার থেকে ছোলমাঈদ পর্যন্ত সড়কটি ভাটারা থানার আওতাধীন। এ সড়কে রয়েছে অসংখ্য খানাখন্দ। নেই বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা। ভাটারা ইউনিয়ন পরিষদ আমলের যে সরু নর্দমা আছে তা বদ্ধ হয়ে গেছে, জায়গায় জায়গায় নেই ঢাকনা।

চার কিলোমিটার সড়কটি প্রতিদিন ব্যবহার করেন এ এলাকার কয়েক লাখ মানুষ। এ সড়কের যানবাহন বলতে রয়েছে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা। আর পথচারী চলাচলের জন্য নেই কোনও পায়ে চলার পথ। নানা সমস্যায় এলাকার মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতে এ সড়কটি ডুবে যায় আর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কয়েকদিন পর্যন্ত রাস্তায় থাকে পানি।

এ এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম বলেন,  ‘এ সড়কটির সরকার বাড়ি, খন্দকার বাড়ি এবং ভাটারা অংশে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। কয়েকদিন লাগে সেই পানি সরতে। আর পুরো সড়কে উন্নয়ন কাজ না হওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। প্রায়ই গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটে।’

তিনি জানিয়েছেন, এ সড়কটির উন্নয়ন কাজ সর্বশেষ ৯ বছর আগে ভাটারা ইউনিয়ন পরিষদ আমলে হয়েছিল। ২০১৭ সাল ঢাকা উত্তর সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার পর কোনও উন্নয়ন কাজ হয়নি।

সামান্য বৃষ্টিতে এ সড়কটি ডুবে যায়

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইজিবাইক চালক বলেন, ‘এ রাস্তার মেরামতকাজ করতে আমি কোনোদিন দেখিনি। রাস্তার কাজের টাকা কাউন্সিলর কী করেন তিনিই জানেন। আগে আমাদের এলাকা ইউনিয়ন পরিষদ ছিল, সেটাই ভালো ছিল। তাও একটু মেরামতের কাজ হতো।’

তিনি আরও বলেন,  ‘বৃষ্টি হলে রাস্তাটি পুরোপুরি পানির নিচে থাকে। কখন যে গাড়ি কোন গর্তে পড়ে সেই আতঙ্কে থাকি। আর মোটরে পানি ঢুকে নষ্ট হওয়ার ঘটনা প্রায় প্রতিদিনই হয়।’

বিষয়টি জিজ্ঞেস করা হলে ৪০নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ঢালী জানান, তিনি এ সড়কটির জন্য কোনও বরাদ্দ পাননি।  

এ বিষয়ে তিনি বলেন,  ‘চার হাজার কোটি টাকার কাজ হচ্ছে কিন্তু আমার ওয়ার্ডের এই রাস্তা প্রায়োধিকার নেই। মানুষ গালিগালাজ করে। সরকারের বদনাম হয়, কিন্তু কী করমু? মেয়র তো টাকা দেননি যে  আমি কাজ করবো। আমিও তো নিরুপায়।’

জানতে চাইলে উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন,  ‘আমরা চার হাজার ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করছি। সড়ক,  নর্দমা সব কিছুরই উন্নয়ন হবে এ প্রকল্পের আওতায়। তারা ইতোমধ্যে কয়েকটি জায়গায় ক্যাম্প স্থাপন করেছে। তারা কাজ শুরু করেছে প্রায়োধিকারের ভিত্তিতে। এ সড়ক খুবই খারাপ হলে আমরা পরিদর্শন করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা আগামী সোমবারের সভায় এ সরকারের উন্নয়নের বিষয়টি তুলবো।’

/এমএএ/
সম্পর্কিত
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
সর্বশেষ খবর
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল