X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
শিমুল মুস্তাফার একক আবৃত্তি অনুষ্ঠান

সংস্কৃতি দিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ২০:৪৫আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২১:১৩

অসাম্প্রদায়িক বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে একসঙ্গে গেঁথে রেখেছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এই পথে সবচেয়ে বড় বাধা সাম্প্রদায়িকতা। এই বাধা সবাই মিলে প্রতিরোধ করবো আমরা।’

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে বরেণ্য আবৃত্তিকার শিমুল মুস্তাফার একক আবৃত্তি পরিবেশন ‘যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়’ অনুষ্ঠিত হয়। আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি।

রাজনীতির সঙ্গে সংস্কৃতির সম্পর্কের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামীর অসাম্প্রদায়িক বাংলাদেশে রাজনীতির সঙ্গে হাত ধরাধরি করে থাকবে সংস্কৃতি। এর মধ্য দিয়ে সাম্প্রতিক অপশক্তিকে প্রতিহত করতে হবে আমাদের।’

ছবি: বাংলা ট্রিবিউন

শিমুল মুস্তাফার একক আবৃত্তি পরিবেশন বিশিষ্ট কবিদের জনপ্রিয় সব কবিতা দিয়ে বিন্যস্ত করা হয়। এই আয়োজন শুনতে গ্যালারিতে ছিল আবৃত্তিপ্রেমীদের দ্বারা কানায় কানায় পূর্ণ। পিনপতন নীরবতায় কেবল একটি কণ্ঠের নানা বাঁকে শব্দশৈলীর দারুণ কারুকাজ প্রত্যক্ষ করেন তারা। প্রতি আবৃত্তি শেষ হওয়ার পর করতালিতে মুখরিত হয় পুরো কক্ষ।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতি বছরের মতো এবারও বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির নিয়মিত আয়োজন ‘যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়’ অনুষ্ঠিত হয়। দেশের আবৃত্তিপ্রেমীদের ভিড়ে আজকের সন্ধ্যাটি মুখরিত হয়।

একক আবৃত্তি শুরুর আগে একই সুরে কথা বলেন শিমুল মুস্তাফাও। তিনি বলেন, ‘একা একা পথ চলা যায় না। সে জন্য এই আয়োজনে অসাম্প্রদায়িক চেতনার বিশিষ্ট সংস্কৃতিজনকে আমন্ত্রণ জানিয়েছি। এখানে আমরা তিন জনকে তাদের কর্মের জন্য জীবদ্দশায় সম্মাননা জানাতে পেরে আনন্দিত।’

ছবি: বাংলা ট্রিবিউন

এবারের আয়োজনে সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনজন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরকে ‘আজীবন সম্মাননা পদক’, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহকে ‘শব্দ সারথি পদক’ এবং ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চিফ পেট্রন ও চেয়ারম্যান সিমা হামিদকে ‘বৈকুণ্ঠ সম্মাননা পদক’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠান সমন্বয়কারী ছিলেন নিপুণ নিয়ামত ও অলি আহমেদ পল্লব। ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন নিবেদিত এই অনুষ্ঠানের আয়োজনে ছিলেন বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি এবং সার্বিক সহযোগিতায় ছিলেন শিমুলের পাঠশালা ও বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির সদস্যরা।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশের উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে আগ্রহী এডিবি
কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেটের ‘কারিগর’ গ্রেফতার
স্বাধীনতার ইতিহাস বেশি বিকৃত হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা