X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিমানের মিট দ্যা প্রেস বয়কট সাংবাদিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২২, ১৯:৫৭আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৯:৫৭

কর্মকর্তাদের অসহযোগিতা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) অনুষ্ঠেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘মিট দ্য প্রেস’ বয়কট করবে বলে জানিয়েছে এভিয়েশন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)।

বুধবার (১২ অক্টোবর) বিকালে এক বিবৃতিতে এটিজেএফবি সভাপতি নাদিরা কিরণ ও সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার বয়কটের এ ঘোষণা দেন।

এর আগে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, মিট দ্যা প্রেসে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. যাহিদ হোসেন উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার সকাল ১১টায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এটি অনুষ্ঠিত হবে।

এটিজেএফবি’র বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে এভিয়েশন খাতের সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রায়ত্ত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের অসহযোগিতা, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে আসছেন তারা। বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এ পরিস্থিতি পরিবর্তনে সংগঠনের পক্ষ থেকে বহুবার অনুরোধ করা হয়েছে। সমস্যা সমাধানের বিষয়ে এটিজেএফবি আন্তরিকতা দেখালেও বিমানের পক্ষ থেকে বারবার অসহযোগিতা, অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটছে, যা হতাশাজনক। সর্বশেষ ২২ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতা, অসৌজন্য আচরণ করেন বিমানের কর্মকর্তারা।  এটিকে অসৌজন্যমূলক ও নিন্দনীয় মনে করে এটিজেএফবি। সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের লাগেজ থেকে ডলার-টাকা চুরির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ের সামনে যান সাংবাদিকরা। দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গণমাধ্যমকর্মীরা বিমানের প্রধান কার্যালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন। সাংবাদিকদের বিমান কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি বরং নিরাপত্তাকর্মীদের মাধ্যমে সাংবাদিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সাংবাদিকরা বারবার অনুরোধ করলেও বিমানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এ ধরণের অসহযোগিতা, অসৌজন্য আচরণের প্রতিবাদে বিমান কর্তৃক আয়োজিত ‘মিট দ্য প্রেস’ বয়কটের ঘোষণা দিয়েছে এটিজেএফবি।

এ ব্যাপারে এ বিটের সকল সাংবাদিককে এক থাকতে এবং প্রতিবাদে শামিল হতে বিমানের ‘মিট দ্য প্রেস’ আয়োজন বয়কট করার আহ্বান জানাচ্ছে সংগঠনটি। সাংবাদিকদের অধিকার, মর্যাদা, সুরক্ষায় এই কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহায়তা প্রত্যাশা করছে এটিজেএফবি।

/সিএ/এমএস/
সম্পর্কিত
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
শিশু অধিকার বিষয়ে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার
সর্বশেষ খবর
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!