X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, ঢামেকে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ০১:০৩আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০১:০৩

নরসিংদীর শিবপুরে স্কুলপড়ুয়া আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একই এলাকার শাহেদ (২৫) নামের স্থানীয় এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ করেছে শিশুটির পরিবার।

গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে রবিবার (১৬ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির বড় ভাই গণমাধ্যমকে জানিয়েছেন, শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে গত ১৪ অক্টোবর সকালের দিকে বাসা থেকে টাকা নিয়ে দোকানের উদ্দেশে বের হয়। সেখানে থেকে একই এলাকার মো. সাদেক মিয়ার ছেলে শাহেদ (২৫) তাকে ফুসলিয়ে এলাকার একটি মাদরাসার পেছনে ঝোপের আড়ালে নিয় ধর্ষণ করে।

এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে রেখে শাহেদ পালিয়ে যায়। পরে শিশুটি কান্না করতে করতে বাসায় ফিরে বিষয়টি পরিবারকে জানায়। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, ‘এ ঘটনার পর থেকে আমার ভাই (শিশু) কিছুক্ষণ পরপর চিৎকার করতে থাকে, আমরা তাকে থামাতে পারি না। তার ভেতর ভয় কাজ করছে। এখনও সে স্বাভাবিক হতে পারছে না। মানসিক সমস্যা দেখা দিয়েছে। আমরা দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট।’

এ বিষয়ে থানায় কোনও অভিযোগ করেছেন কি না, জবাবে তিনি বলেন, ‘ঘটনার পর থেকে আমরা তাকে নিয়ে হাসপাতালে ব্যস্ত থাকায় থানায় যেতে পারিনি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহেদ ওই এলাকায় ‘বখাটে’ নামে পরিচিত। সে রাজাগঞ্জ ইসলামিয়া মাদরাসায় পড়াশোনা করতো। সেখানে এক অপকর্মের কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল।

শিশু সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‌‘শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়েছে। প্রতিবেদন দেখে সোমবার তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠিয়ে দেওয়া হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

/এআইবি/আরটি/এনএআর/
সম্পর্কিত
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে আন্তরিক অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ