X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘সারা বিশ্ব একদিন শেখ রাসেল দিবস পালন করবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ২০:১৭আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ২০:১৭

‘১৯৭৫ সালে শুধু বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সঙ্গে নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও ছাড়েনি ঘাতকরা। শেখ রাসেল রাষ্ট্রীয় কোনও কিছুর সঙ্গে জড়িত ছিলেন না। তারপরও তাকে কেন হত‍্যা করা হলো? হত‍্যাকাণ্ডের সময় রাসেল বলেছিলেন, ‘আমি মায়ের কাছে যাবো। আমাকে মেরো না; আমি কখনো পরিচয় দেবো না।’ তারপরও ঘাতকরা তাকে ছাড়েনি। তারা পৈশাচিক হত‍্যাকাণ্ড ঘটিয়ে তার প্রাণ নিয়েছে। শেখ রাসেল পুরো পৃথিবীর শিশুদের মানবিকতার প্রতীক হয়ে উঠেছেন। এমন অমানবিক হত‍্যাকাণ্ড খুবই বেদনাদায়ক। পৃথিবী যদি সত‍্য ও মানবতার কথা বলে, তাহলে পুরো পৃথিবী একদিন শেখ রাসেল দিবস পালন করবে।’

মঙ্গলবার (১৮ অক্টোবর) বাংলামটরে অবস্থিত বিআইডব্লিউটিসি অফিসে ‘শেখ রাসেল দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম লায়লা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ‍্যে বক্তব‍্য দেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম‍্যান মো. আলমগীর, বিআইডব্লিউটিসির চেয়ারম‍্যান আহমদ শামীম আল রাজী ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাজেদুল ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু পরিবারের কাছে জাতি কৃতজ্ঞ। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মত‍্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ ও রাষ্ট্র পেয়েছি। অথচ সবকিছুতে ব‍্যর্থ হয়ে বিরোধীরা বলছে, একটি পরিবারের কাছে দেশ জিম্মি হয়ে গেছে। পঁচাত্তরের পর ২১ বছর বিরোধীরা দেশকে কিছুই দিতে পারেনি। মৌলিক অধিকার দিতে পারেনি। দেশকে রসাতলে নিয়ে গিয়েছিল। অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। প্রতিবেশী দেশের ভীতি তৈরি করা হয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পাঁচ বছরে উন্নয়নকে টেনে ধরেছে।’

তিনি বলেন, ‘দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধান রাজনৈতিক দলকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা করেছিল। অথচ গত ১৪ বছরে দেশে ধারাবাহিকভাবে উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের বড় ছাতা হলেন শেখ হাসিনা। একটি নেতৃত্ব কী দিতে পারেন, তা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি আমাদের সাহসী করেছেন। তিনি আমাদের একমাত্র নিয়ামক শক্তি। এসব কারণে বিরোধীরা তার প্রতি আক্রোশ। তারা আবারও ১৫ আগস্টের মতো রক্তপাত করতে চায়। সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস‍্যদের হত্যাকারীদের বিচার করা যাবে না, সে লক্ষ্যে অধ্যাদেশ জারি ও পরে তা আইনে পরিণত করা হয়। এর চেয়ে দুর্ভাগ্য দেশের মানুষের জন্য আর কিছুই হতে  পারে না।’

অনুষ্ঠানে শহীদ শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির জন‍্য দোয়া করা হয়। এর আগে প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিসি অফিসে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
দেশ ও জাতির মুক্তির একমাত্র উপায় ঐক্যবদ্ধ আন্দোলন: ড. কামাল হোসেন
সদরঘাটে ৫ জনের মৃত্যু: দোষীদের শাস্তির কথা জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী
ঈদে নৌযাত্রা নিরাপদ করতে কাজ করছে নৌ পুলিশ: আইজিপি
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা