জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদলের এক নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী সাইদুল ইসলাম শাহিন শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এঘটনা ঘটে বলে অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের। বর্তমানে ভুক্তভোগী বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তারা।
ছাত্রদলের একাধিক নেতা জানান, দুপুর ২টার দিকে শাহিন মাস্টার্সের পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে আসলে ছাত্রলীগের একদল কর্মী তার ওপর হামলা করেন। এসময় তার চোখ ও ঠোটে জখম হয়। ছাত্রলীগের কর্মী গণিত বিভাগের শিক্ষার্থী মাহিমুর রহমান বিজয় এই হামলার নেতৃত্ব দেন বলে জানিয়েছেন শাহিন।
শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘শাহিন আমাদের যোগাযোগ বিষয়ক সম্পাদক। মাস্টার্সের পরীক্ষা দিয়ে বের হওয়ার পর তাকে মারধর করেছেন ছাত্রলীগের ছেলেরা। আমি প্রক্টর স্যারকে ফোন দিয়েছিলাম, কিন্তু তিনি ফোন ধরেননি। এরপর হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি, উনি সিন করেননি।’
শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ‘আমি ক্যাম্পাস থেকে ফিরছি ২টার দিকে। কখন কী ঘটছে জানি না। শুক্রবার ক্যাম্পাসে গিয়ে খোঁজ নেবো।’
এবিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালকে একাধিকবার ফোন দেওয়া হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।