X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে মঙ্গলবার থেকে

সুবর্ণ আসসাইফ
২৮ নভেম্বর ২০২২, ২২:১২আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ২২:১২

নৌযান শ্রমিকদের ডাকে ১০ দফা দাবিতে ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট টার্মিনালের পন্টুনে ভিড়তে শুরু করেছে দক্ষিণাঞ্চলগামী লঞ্চ। তবে রাতেই লঞ্চ চলাচল স্বাভাবিক নাও হতে পারে, এমন শঙ্কা ঘাট ও লঞ্চ সংশ্লিষ্টদের।

লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী হলে রাতেই সব রুটে ছাড়বে লঞ্চ। তবে যাত্রী না হলে ভোর থেকে শুরু হবে স্বাভাবিক চলাচল। রাতে কাছের রুটগুলোতে কিছু লঞ্চ ছাড়তেও পারে। তবে বরিশালসহ কাছাকাছি দূরত্বের রুটগুলোতে ন্যূনতম যাত্রী না হলে লঞ্চ যাবে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সদরঘাটের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. শহীদ উল্যাহ বলেন, 'রাত থেকেই লঞ্চ ছাড়ার কথা রয়েছে। যাত্রী হলেই লঞ্চ যাবে। পন্টুনে লঞ্চ ভিড়তেও শুরু করেছে। ৮টার লঞ্চগুলো না গেলেও ১০টার পর যে লঞ্চগুলো আছে, সেগুলো ছাড়বে আশা করছি।'

এর আগে, শ্রম ভবনে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে বৈঠকে বসে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিআইডব্লিউটিএ, শিপিং করপোরেশন, নৌ-যান মালিক ও শ্রমিক নেতারা। বৈঠক শেষে প্রতিমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন নৌযান শ্রমিক নেতারা।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, শ্যামবাজার ঘাট থেকে পন্টুনে আসতে শুরু করেছে বরিশাল, চাঁদপুরসহ অন্যান্য রুটের লঞ্চগুলো। ঘাটে যাত্রী উপস্থিতি থাকলে সংখ্যায় নগণ্য। ঘাটে ফিরতে শুরু করেছেন নৌযান শ্রমিকরাও। লঞ্চ ছাড়ার অপেক্ষায় থাকা যাত্রীরাও আছেন লঞ্চ ছাড়া নিয়ে শঙ্কায়।

সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার আলআমিন বলেন, 'আমরা অপেক্ষা করছি। যাত্রী হলে ১২-১টা হলেও ছাড়বো। যাত্রী না হলে তো ছেড়ে লাভ নেই, তেল খরচ তো আছে। খরচ না উঠলে তো লঞ্চ ছেড়ে লাভ নেই।'

ঘাটে অপেক্ষায় থাকা বরিশালগামী যাত্রী রফিক মোল্লা বলেন, 'বিকালে ঘাটে আসছি। মিটিং হচ্ছে শুনে থেকে গেছি। এখন লঞ্চ আসছে, কয়টায় ছাড়বে না ছাড়বে কেউ বলতে পারছে না, যাত্রী হলে ছাড়বে। বাড়ি যেতে হবে তাই অপেক্ষা করছি, যত রাতই হোক যাবো।'

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল হক ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, 'যাত্রী হলেই আমরা লঞ্চ ছাড়বো। তবে এমন একটা সময় প্রত্যাহারের ঘোষণা এসেছে, আজ রাতে যাত্রী নাও হতে পারে। চাঁদপুরসহ কাছের রুটগুলোতে লঞ্চ যেতে পারে। তবে বরিশালের লঞ্চ আজ নাও যেতে পারে।'

আরও পড়ুন:

নৌশ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

/এমএস/
সম্পর্কিত
তিন দিন পর ভোলার সব রুটে বাস চলাচল শুরু
ভোলায় ব‌াস ধর্মঘট প্রত‌্যাহার
ঈদ শেষ, আবার মলিন মুখ সদরঘাটের ব্যবসায়ীদের
সর্বশেষ খবর
জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, কৃষকের কব্জি বিচ্ছিন্ন
জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, কৃষকের কব্জি বিচ্ছিন্ন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়