X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ফিলিস্তিনের নির্মমতা উপলব্ধি করতে হবে: মোজাফফর হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২২, ১৬:২০আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৬:২৯

বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেছেন, ফিলিস্তিনিরা আধিপত্যের জন্য সংগ্রাম করছে না, অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। তাদের ওপর পাশবিক নির্যাতন করা হচ্ছে। এই নির্মমতা আমাদের উপলব্ধি করতে হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘প্যালেস্টাইনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোজাফফর হোসেন বলেন, ‘ছোট বেলা থেকে শুনে আসছি ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশার কথা। আজকেও তা বহাল আছে। তারা কোনও আধিপত্যের জন্য সংগ্রাম করেনি। তারা অস্তিত্ব রক্ষায় সংগ্রাম করছে। আজ নিজস্ব আবাসভূমিতে তারা প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুণছে। মার্কিনপন্থী ইসরায়েলিরা তাদের ওপর হামলা করছে। বিভিন্নভাবে হত্যা করছে। আর ফিলিস্তিনিদের হাতে একমাত্র ঢিল ছাড়া আর কিছু নেই।’

তিনি বলেন, ‘আমরা মাত্র ৯ মাস মুক্তিযুদ্ধ করেছি। সেখানে পাকিস্তানিদের নির্যাতনে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। কিন্তু তারা বছরের পর বছর মুক্তির আন্দোলন করে আসছে। জীবন দিয়ে যাচ্ছে। ফিলিস্তিন শিশুরা জন্ম থেকেই দেখছে চোখের সামনে তাদের বাবা-মাকে হত্যা করা হচ্ছে। তাদের ওপর পাশবিক নির্যাতন করা হচ্ছে। এই নির্মমতা আমাদের উপলব্ধি করতে হবে।’

আন্তর্জাতিক মহল এই দিনটাকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে প্যালেস্টাইন দিবস হিসেবে ঘোষণা করেছে বলেও জানান পল্টু।

আলোচনা সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘পৃথিবীর সব থেকে বড় সাম্রাজ্যবাদী রাষ্ট্র যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনির সংগ্রাম শুধু মুসলমান ও ইহুদিদের সংগ্রাম নয়। এটা সাম্রাজ্যবাদী সংগ্রাম। আর এ সাম্রাজ্যবাদীরা পুরো পৃথিবীতে তাদের লক্ষ্য পূরণের চেষ্টা করছে। সমগ্র বিশ্বে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে কাজ করছে।’

আলোচনা সভায় আরও ছিলেন– বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান খান, শান্তি পরিষদের সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিখ চৌধুরী, সিপিবির সভাপতি কমরেড মো. শাহ আলম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ প্রমুখ।

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল