X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

জনগণের কল্যাণে রাজনীতি করে যেতে হবে: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামী লীগের রাজনীতি করতে হলে জনগণের চাহিদা অনুযায়ী তাদের কল্যাণে কাজ করে যেতে হবে। এমপি, মন্ত্রী বা ডেপুটি স্পিকার হওয়ার উদ্দেশ্যে রাজনীতি নয়। তবে যোগ্য ব্যক্তি হিসেবে পদ-পদবি বা দায়িত্ব পেয়ে গেলে তা বিশ্বস্ততার সঙ্গে পালন করতে হবে– এমনটাই জাতির পিতা আমাদের শিক্ষা দিয়েছেন।

পাবনা জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান-২০২২-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

ডেপুটি স্পিকার বলেন, ‘পাবনা জেলার বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে শহরের বিদ্যমান সমস্যাগুলোকে চিহ্নিত করে শহরকে উন্নতকরণের পরিকল্পনা নিতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে এই উন্নয়ন কাজে সহযোগিতার হাত বাড়াতে হবে।’

জেলা প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘পাবনায় কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।’ পুলিশ সুপারের উদ্দেশে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে নদী খননের চেয়েও বড় যুদ্ধ ঘোষণা করতে হবে।’ নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘মাদকসেবী বা মাদক ব্যবসায়ী আপনাদের পক্ষে স্লোগান দিলেই তাদের ছাড় দেওয়ার কোনও সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছেন। আমাদের তা মানতে হবে।’

মো. শামসুল হক টুকু বলেন, ‘দেশের উন্নয়নের ধারণা সকল স্তরের জনগণের কাছ থেকে গ্রহণ করতে হবে। প্রাপ্ত ধারণাগুলোর বাস্তবায়নে গবেষণার মাধ্যমে পরিকল্পনা করে সেখানে যোগ্য ব্যক্তিদের ন্যস্ত করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল রহিম লাল, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুহ. শাহাবুদ্দিন চুপ্পু প্রমুখ।

 

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র