X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

নিরাপত্তার জরুরি মুহূর্তের মহড়া শাহজালাল বিমানবন্দরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ১৭:৪২আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৭:৪২

বেলা ১০টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টাওয়ারে একটি বার্তা এসেছে। সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আসছে এবং ওই ফ্লাইটে আছে বোমাজাতীয় কোনও কিছু। বার্তা পেয়েই জরুরি মুহূর্ত মোকাবিলায় নেমে পড়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও এর নিরাপত্তায় থাকা সংশ্লিষ্টরা।

শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর প্রথমে উড়োজাহাজটিকে রানওয়ের নিরাপদ স্থানে রাখা হয়। এরপর থ্রেড অ্যাসেসমেন্ট কমিটির সভা, সংশ্লিষ্টদের অবহিতকরণ ও নিরাপত্তা বলয় তৈরি করে একে একে সব যাত্রীকে উড়োজাহাজ থেকে নামানো হয়। এ সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে নিরাপদ স্থানে নেওয়া হয় এবং উড়োজাহাজটি তল্লাশি করে পাওয়া যায় বোমাসদৃশ বস্তুটি। সব মিলিয়ে বিমানবন্দরে বোমার হুমকি পরিস্থিতি সামাল দিতে সময় লাগে প্রায় ৫০ মিনিট।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে এভাবেই শাহজালাল বিমানবন্দরে হয়ে গেলো জরুরি মুহূর্তের প্রস্তুতি মহড়া। বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ মহড়ায় অংশ নেয় বিমানবন্দরে নিরাপত্তার কাজ করা প্রত্যেকটি সংস্থা।

মহড়ায় অংশ নেয় অ্যাভিয়েশন সিকিউরিটি, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বিমানবাহিনী ও সেনাবাহিনীর ডগ স্কোয়াডসহ বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর প্রায় ৪ শতাধিক সদস্য।

এই মহড়া অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, শাহজালাল বিমানবন্দরে যে কোনও জরুরি মুহূর্ত মোকাবিলা করতে অংশীজনদের প্রস্তুতি আছে। তবে সে প্রস্তুতি হালনাগাদ রাখতে প্রশিক্ষণ ও মহড়া প্রয়োজন। মহড়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ ৫০ মিনিটের মধ্যেই পুরো কাজ সম্পন্ন করেছে। দ্রুততার সঙ্গে যেকোনও পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।

এম মফিদুর রহমান বলেন, আইকাও-এর ১৮ ধারায় বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি আছে। এটা বাস্তবায়ন করা না গেলে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে শাহজালাল বিমানবন্দর স্বীকৃত হবে না। তাই জরুরি মুহূর্তে কী করণীয় তা বিমানবন্দরের সংশ্লিষ্টদের মহড়ার মাধ্যমে নিয়মিত অবহিত করতে হবে।

এ মহড়ার নেতৃত্ব দেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। মহড়াস্থলে অন সিন কমান্ডারের ভূমিকায় ছিলেন তিনি। ডেপুটি অন সিন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাভিয়েশন সিকিউরিটির পরিচালক উইং কমান্ডার শাহেদ আহমেদ খান।

অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন, 'ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনর (আইকাও) এনেক্স-১৭ অনুচ্ছেদ অনুযায়ী বিমানবন্দরে হাইজ্যাক, অগ্নিনিরাপত্তা, বোমা হামলাসহ বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতা প্রমাণে প্রতি দুই বছর অন্তর এ ধরণের মহড়া আয়োজন করা হয়। মহড়ার উদ্দেশ্য ছিল সময় পর্যবেক্ষণ করা। প্রত্যেক সংস্থার সমন্বয় ঠিক আছে কিনা সেটি দেখা। সংস্থাগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা আমরা সেটি দেখেছি।'

/সিএ/এমএস/
সম্পর্কিত
স্বর্ণ চোরাকারবারিদের নিত্যনতুন কৌশলে হতবাক কর্মকর্তারাও
বেবিচক চেয়ারম্যান কসক্যাপ দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত
হজ ফ্লাইট পরিচালনায় প্রস্তুতি নিয়েছে বিমান, থাকছেন ১ হাজার কর্মী
সর্বশেষ খবর
ডাকাতিয়ায় গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ
ডাকাতিয়ায় গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ
শহীদ বাবার পাশেই মেয়েকে দাফন, জানাজায় রিজভী ও সারজিস
শহীদ বাবার পাশেই মেয়েকে দাফন, জানাজায় রিজভী ও সারজিস
হয়লুন্দের ৯৬তম মিনিটের গোলে হার এড়ালো ম্যানইউ
হয়লুন্দের ৯৬তম মিনিটের গোলে হার এড়ালো ম্যানইউ
পুলিশের কাজে বাধা, তাৎক্ষণিক আদালত বসিয়ে চালক-যাত্রীকে কারাদণ্ড
পুলিশের কাজে বাধা, তাৎক্ষণিক আদালত বসিয়ে চালক-যাত্রীকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার