X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শিশুদের মেধা-মনন বিকাশে ‘মজারু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ২০:৩৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ২০:৩৮

করোনাকালীন সময়ে শিশুদের অভিভাবকদের কাছে এক চিন্তার নাম ছিল প্রযুক্তি। ঘরের চার দেয়ালে বন্দি থাকা শিশুরা প্রতিনিয়ত ঝুঁকছিল মোবাইল ফোন, কম্পিউটারের মতো বিভিন্ন প্রযুক্তির প্রতি। এক বিখ্যাত মনীষীর মতে, ‘বই হচ্ছে মস্তিষ্কের সন্তান’। করোনাকালীন সময়ে এই অনলাইন প্রযুক্তির নানা রঙের ছোঁয়ায় শিক্ষার্থীদের মস্তিষ্ক থেকে এই বই-ই যেন দিন দিন হারিয়ে যাচ্ছিল। এমনি সময় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আসে শিক্ষা প্ল্যাটর্ফম ‘মজারু’।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, যে মোবাইল ফোনের কারণে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে দূরে যাচ্ছিল, সেই মোবাইল ফোনের মাধ্যমেই পড়াশোনার ব্যবস্থা করে মজারু। মূলত মজারুর যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের দক্ষিণের জেলা শহর সাতক্ষীরায়। করোনা মহামারির সময় যখন সব স্কুল বন্ধ হয়ে যায়, তখন ‘সাতক্ষীরা পাবলিক স্কুল’ অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখে। তখনই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলাউদ্দিন ফারুকী প্রিন্সের মাথায় আসে, এভাবে তো স্কুলের গন্ডি পেড়িয়ে সারাদেশের শিশুদের মধ্যেও মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব। এভাবেই যাত্রা শুরু করে মজারু।

মজারুর মূল দর্শন, ‘মজার ছলে পাঠদান’। মোবাইল ফোন যখন হাজারো শিক্ষার্থীর ঝরে পরার কারণ, মজারু তখন সেই মোবাইল ফোনেই এক লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদান করছে। মজারুর মূল লক্ষ্য, শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিল্পবের এই সময়ে যুগোপযোগী করে গড়ে তোলা। এরই ধারাবাহিকতায় শিশুদের ভাষাগত দক্ষতা, গাণিতিক দক্ষতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিকে সামনে রেখে মজারু তাদের সব কোর্স ডিজাইন করে থাকে। মজারু চায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশব্যাপী মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিক্যালসহ দেশের সেরা সব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা এখানে ক্লাস নিচ্ছেন। ইন্ডিয়া থেকেও এক ঝাঁক শিক্ষক মজারুতে শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট সংক্রান্ত কোর্সগুলোতে ক্লাস নিচ্ছেন।

 

/এসআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৈয়দপুরে কালবৈশাখীর তাণ্ডব: শতাধিক বাড়িঘর ও ফসলের ক্ষতি
সৈয়দপুরে কালবৈশাখীর তাণ্ডব: শতাধিক বাড়িঘর ও ফসলের ক্ষতি
গাজায় চলমান খাদ্য অবরোধ শিথিল করবে ইসরায়েল
গাজায় চলমান খাদ্য অবরোধ শিথিল করবে ইসরায়েল
শ্রম ভবনের প্রধান ফটকে কর্মকর্তাদের পথরুদ্ধ করে শ্রমিকদের বিক্ষোভ
শ্রম ভবনের প্রধান ফটকে কর্মকর্তাদের পথরুদ্ধ করে শ্রমিকদের বিক্ষোভ
হিলিতে বোরো ধানে মাজরা পোকার আক্রমণ, দুশ্চিন্তায় চাষিরা
হিলিতে বোরো ধানে মাজরা পোকার আক্রমণ, দুশ্চিন্তায় চাষিরা
সর্বাধিক পঠিত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ