X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দাখিলের নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৫৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৫৩

তানভীর মুহাম্মদ ত্বকী নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতে দাখিল করতে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে মামলার নির্ধারিত শুনানি শেষে বিকেলে আদালত এ আদেশ দেন। মামলাটি বর্তমানে র‌্যাবের হেড কোয়ার্টার তদন্ত করছে।
মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৭ এপ্রিল। এর আগেই দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন আদালত। বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই গোলাম হোসেন।
গোলাম হোসেন জানান, রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাদনী রূপম এর আদালতে মামলার নির্ধারিত শুনানি অনুষ্ঠিত হয়।
এদিন এ মামলায় ইতোমধ্যে গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জ জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা হাজী রিপনের ছেলে সালেহ আহমেদ সীমান্ত ও ইউসুফ হোসেন লিটনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এছাড়া এ মামলায় জামিনে থাকা রিফাত বিন ওসমান ও তায়েব উদ্দিন আহমেদ জ্যাকিও আদালতে হাজিরা দিয়েছেন।
চাঞ্চল্যকর এ মামলায় আদালতে ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়া সুলতান শওকত ভ্রমর জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ অপহৃত হয় ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদীনি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরপর নিহতের বাবা রফিউর রাব্বি বাদী হয়ে সদর মডেল থানা একটি হত্যা মামলা করে যেখানে অজ্ঞাতজনদের আসামি করা হয়। পরে ১৮ মার্চ রাব্বি পুলিশকে অবগতি পত্রে শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি রাজীব দাস, নিখোঁজ থাকা জেলা যুবলীগের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম পারভেজসহ ৭ জনকে অভিযুক্ত করেন।
মামলার তদন্ত করতে গিয়ে র‌্যাব এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করে। এদের মধ্যে ত্বকী হত্যার জন্য সুলতান শওকত ভ্রমর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানে শামীম ওসমানের ভাতিজা আজমীর ওসমানের জড়িত থাকার কথা জানান। যদিও পরে ভ্রমর ১৬৪ ধারা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন।
/এআর / এএইচ /আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা