সরকার ‘জাতীয় রফতানি ট্রফি নীতিমালা-২০২২’ পর্যালোচনা করে সংশোধনের জন্য কমিটি গঠন করেছে। পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। যিনি একইসঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরও উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে কমিটি। এছাড়া প্রয়োজন অনুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে।