X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নারীর সাহসিকতা ও অর্জন তুলে ধরবে ‘ওয়াও বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৬

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত হতে যাচ্ছে ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) বাংলাদেশ ২০২৩’। এতে সাহসিকতা, স্থিতিস্থাপকতা, শক্তি, কর্মক্ষমতা, কর্মকাণ্ড ও সঙ্গীতসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনুপ্রাণিত করার মাধ্যমে তাদের অর্জনগুলো তুলে ধরা হবে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল লনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উৎসবের ঘোষণা দেওয়া হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এর উদ্বোধন করবেন। আয়োজনটির সঙ্গে আরও যুক্ত আছে বৃটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ও সিসিডি বাংলাদেশ।

আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ ফ্যাস্টিভ্যাল একটি বৈশ্বিক উৎসব। এটি নারী এবং অন্যান্য সম্প্রদায়ের কৃতিত্ব ও অর্জনগুলো তুলে ধরে। বিশ্বব্যাপী সমাজে যেসব বাধা বা সমস্যা সৃষ্টি হয় সেদিকে বিশেষ নজর দেয়। এই উৎসবের লক্ষ্য হলো, সমাজে বিদ্বেষ-বৈষম্যময় পরিস্থিতি মোকাবিলা করতে মানুষকে একত্রিত করা। উৎসাহ-অনুপ্রেরণার মাধ্যমে বাক-স্বাধীনতাবান্ধব একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সাহায্য করা।

উৎসবটি লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং স্থানীয় নারী উদ্যোক্তাদের সমর্থনে একটি বিশেষ মার্কেটপ্লেসের যাত্রা শুরু করবে উল্লেখ করে ফাউন্ডেশন থেকে বলা হয়, ওয়াও ফেস্টিভ্যালে দর্শকরা নারীর অগ্রগতি বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করা, প্রদর্শনী, সঙ্গীত পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শন, পারফরম্যান্স আর্ট ও নাটিকা উপভোগ করবেন। রক ব্যান্ড ‘চিরকুট’র কনসার্টের মধ্য দিয়ে ‘ওয়াও বাংলাদেশ ২০২৩’ সমাপ্ত হবে।

সংবাদ সম্মেলনে ব্রিটিশ কাউন্সিলের কালচারাল এনগেজমেন্ট প্রোগ্রাম ম্যানেজার ইফরা ইকবাল বলেন, ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ এমন একটি প্ল্যাটফর্ম, যা দক্ষিণ এশিয়ায় আমাদের আর্টস পোর্টফোলিও’র অধীনের নারীদের সমর্থন করে। আমাদের কাজকে এগিয়ে নিতে সাহায্য করে।’

মঙ্গলদীপ ফাউন্ডেশনের ফাউন্ডিং চেয়ারপার্সন ও কালজয়ী অভিনেত্রী সারা যাকের বলেন, ‘ওয়াও ফেস্টিভ্যাল একটি সাংস্কৃতিক মিলনমেলা এবং এখানে নারীদের স্বীকৃতি ও নারীত্বকে উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। এটি বিশ্বজুড়ে নারীদের জন্য নানান সুযোগ-সুবিধা তৈরি এবং নারীদের সম্ভাবনা অর্জনে তাদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে।’

ওয়াও ফাউন্ডেশনের ফাউন্ডার ও সিইও জুড কেলি বলেন, ‘ফেস্টিভ্যাল, ইভেন্ট, প্রোগ্রামসহ আরও অনেক আয়োজনের মধ্য দিয়ে ওয়াও ফাউন্ডেশন বিশ্বব্যাপী একটি ধারণাকেই প্রতিষ্ঠিত করতে চায়। তা হলো, লিঙ্গ সমতা ইতোমধ্যেই অর্জিত হয়েছে। এই ধারণাকে পুঁজি করে সাধারণ মানুষ নিজ নিজ অবস্থান থেকে বিশ্ব পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাবে বলে আমাদের বিশ্বাস।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– সিসিডি বাংলাদেশের জয়েন্ট-ডিরেক্টর শাহানা পারভীন; রক ব্যান্ড চিরকুটের কণ্ঠশিল্পী শারমীন সুলতানা সুমি প্রমুখ।

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সৌদিতে যাওয়ার পর থেকে নানাভাবে নির্যাতন করেছে নিয়োগকর্তা
‘অগুরুত্বপূর্ণ’ বলেই অনুচ্চারিত?
ডানপন্থি কোনও রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না: গণপূর্তমন্ত্রী
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন