X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

একুশের ছুটির দিনে

আসাদ আবেদীন জয়
২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৩

কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে একটু সময় বের করাই কঠিন। নয়টা-পাঁচটা অফিসের পর ক্লান্ত শরীর যেন আর কথা শুনতে চায় না, শুধু বিশ্রাম খুঁজে বেড়ায়। পরিবার কিংবা বন্ধুদের সাথে সময় কাটানো হয়ে পড়ে এক আরাধ্য ব্যাপার। তাই ছুটির জন্য মুখিয়ে থাকে নগরবাসী। অপেক্ষা শুধু এক টুকরো ফুরসতের।

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে ছুটি পালিত হয়। এই ছুটিকেই সাদরে গ্রহণ করে কর্মব্যস্ত মানুষেরা। নানাভাবে উদযাপিত হয় দিনটি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিংবা পরিবার-পরিজন নিয়ে বেড়িয়ে অথবা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটে। আজও এর ব্যতিক্রম ঘটেনি। একুশের ছুটির দিনে

রাজধানীর কর্মব্যস্ত মানুষ বেড়িয়ে পড়েছে প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে। সকাল থেকেই বিনোদন পার্কগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান ও জাতীয় চিড়িয়াখানায় গিয়ে দেখা যায় এরকমই একটা চিত্র। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘুরতে এসেছে মানুষ। শিশু থেকে বৃদ্ধ সকলের উপস্থিতিই ছিল লক্ষণীয়।

জাতীয় উদ্ভিদ উদ্যানে ঘুরতে আসা একদল স্কুলপড়ুয়া কিশোরের সাথে কথা হয়। মো. আল-আমিন এই দলের একজন। সে জানায়, আমরা সকালে স্কুল থেকে প্রভাত ফেরিতে একটি কলেজের শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম। ওখান থেকে আমাদের আবার স্কুলে নিয়ে আসে। তারপর স্কুলে আমরা বন্ধুরা একত্রিত হয়ে এখানে ঘুরতে আসি। আমাদের আসার প্ল্যান ছিল না, হুট করেই চলে এসেছি। আগে কখনও বোটানিক্যাল গার্ডেনে আসিনি, এসে ভালোই লাগছে। পাশেই চিড়িয়াখানা ছিল—ওখানে কেন গেলেন না জানতে চাইলে তার সহজ উত্তর, চিড়িয়াখানার টিকিটের দাম বেশি। আমার কাছে টাকা ছিল না, তাই যেতে পারিনি। একুশের ছুটির দিনে

শাহরিয়ার নামে এক কিশোর জানায়, আমার বন্ধু ঢাকার বাইরে থেকে এসেছে। ও কখনও এখানে আসেনি, আমিও আসিনি। তাই আমাকে বলায় আমি রাজি হয়ে যাই। যেহেতু আজকে ছুটি আছে, স্কুলও বন্ধ।

বোটানিক্যাল গার্ডেনে পরিবার নিয়ে ঘুরতে আসা আনিসুর রহমান বলেন, আজকে ছুটি পেয়ে বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে এসেছি। আমি অনেকদিন পরে এখানে আসলাম। জায়গাটার পরিবেশ চমৎকার। এখন থেকে চিন্তা করছি শুক্রবার ছুটির দিনে বাচ্চাদের নিয়ে বেড়াতে আসব। আমার বাসা এখান থেকে কাছেই।

জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে আসা শিশু হুজাইফা জানায়, আজকে আমার স্কুল ছুটি, তাই এখানে আব্বু-আম্মুর সাথে ঘুর‍তে এসেছি। অনেক কিছু দেখেছি এখানে। কিন্তু বাঘ আমার সবচেয়ে প্রিয়। তাই বাঘ দেখে সবচেয়ে ভালো লেগেছে।

রাইসুল আলম এসেছিলেন তার বাচ্চা আরিশাকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে। আরিশা আগে কখনও চিড়িয়াখানায় আসেনি। আরিশা জানায়, সে খরগোশ দেখেছে। তখন তার বাবা জানায়—আরিশা এখন খরগোশ পোষার বায়না ধরেছে।

/এমএস/
সম্পর্কিত
তাসখন্দে শহীদ মিনার স্থাপনের প্রস্তাব
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালন করবে ইউনেস্কো
গানে গানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
সর্বশেষ খবর
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি