X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

একুশের ছুটির দিনে

আসাদ আবেদীন জয়
২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৩

কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে একটু সময় বের করাই কঠিন। নয়টা-পাঁচটা অফিসের পর ক্লান্ত শরীর যেন আর কথা শুনতে চায় না, শুধু বিশ্রাম খুঁজে বেড়ায়। পরিবার কিংবা বন্ধুদের সাথে সময় কাটানো হয়ে পড়ে এক আরাধ্য ব্যাপার। তাই ছুটির জন্য মুখিয়ে থাকে নগরবাসী। অপেক্ষা শুধু এক টুকরো ফুরসতের।

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে ছুটি পালিত হয়। এই ছুটিকেই সাদরে গ্রহণ করে কর্মব্যস্ত মানুষেরা। নানাভাবে উদযাপিত হয় দিনটি। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিংবা পরিবার-পরিজন নিয়ে বেড়িয়ে অথবা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটে। আজও এর ব্যতিক্রম ঘটেনি। একুশের ছুটির দিনে

রাজধানীর কর্মব্যস্ত মানুষ বেড়িয়ে পড়েছে প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে। সকাল থেকেই বিনোদন পার্কগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান ও জাতীয় চিড়িয়াখানায় গিয়ে দেখা যায় এরকমই একটা চিত্র। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘুরতে এসেছে মানুষ। শিশু থেকে বৃদ্ধ সকলের উপস্থিতিই ছিল লক্ষণীয়।

জাতীয় উদ্ভিদ উদ্যানে ঘুরতে আসা একদল স্কুলপড়ুয়া কিশোরের সাথে কথা হয়। মো. আল-আমিন এই দলের একজন। সে জানায়, আমরা সকালে স্কুল থেকে প্রভাত ফেরিতে একটি কলেজের শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম। ওখান থেকে আমাদের আবার স্কুলে নিয়ে আসে। তারপর স্কুলে আমরা বন্ধুরা একত্রিত হয়ে এখানে ঘুরতে আসি। আমাদের আসার প্ল্যান ছিল না, হুট করেই চলে এসেছি। আগে কখনও বোটানিক্যাল গার্ডেনে আসিনি, এসে ভালোই লাগছে। পাশেই চিড়িয়াখানা ছিল—ওখানে কেন গেলেন না জানতে চাইলে তার সহজ উত্তর, চিড়িয়াখানার টিকিটের দাম বেশি। আমার কাছে টাকা ছিল না, তাই যেতে পারিনি। একুশের ছুটির দিনে

শাহরিয়ার নামে এক কিশোর জানায়, আমার বন্ধু ঢাকার বাইরে থেকে এসেছে। ও কখনও এখানে আসেনি, আমিও আসিনি। তাই আমাকে বলায় আমি রাজি হয়ে যাই। যেহেতু আজকে ছুটি আছে, স্কুলও বন্ধ।

বোটানিক্যাল গার্ডেনে পরিবার নিয়ে ঘুরতে আসা আনিসুর রহমান বলেন, আজকে ছুটি পেয়ে বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে এসেছি। আমি অনেকদিন পরে এখানে আসলাম। জায়গাটার পরিবেশ চমৎকার। এখন থেকে চিন্তা করছি শুক্রবার ছুটির দিনে বাচ্চাদের নিয়ে বেড়াতে আসব। আমার বাসা এখান থেকে কাছেই।

জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে আসা শিশু হুজাইফা জানায়, আজকে আমার স্কুল ছুটি, তাই এখানে আব্বু-আম্মুর সাথে ঘুর‍তে এসেছি। অনেক কিছু দেখেছি এখানে। কিন্তু বাঘ আমার সবচেয়ে প্রিয়। তাই বাঘ দেখে সবচেয়ে ভালো লেগেছে।

রাইসুল আলম এসেছিলেন তার বাচ্চা আরিশাকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে। আরিশা আগে কখনও চিড়িয়াখানায় আসেনি। আরিশা জানায়, সে খরগোশ দেখেছে। তখন তার বাবা জানায়—আরিশা এখন খরগোশ পোষার বায়না ধরেছে।

/এমএস/
সম্পর্কিত
কৃষকের তিন হাজার সূর্যমুখীতে ফুটে উঠলো ‘অমর ২১’
দিল্লি হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
শূন্য নো-ম্যান্স ল্যান্ডভাষা দিবসে বাংলাদেশ উপ-হাইকমিশন আড়ম্বরহীন আয়োজন
সর্বশেষ খবর
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছাত্রদল নেতাকর্মীর
আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছাত্রদল নেতাকর্মীর
কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে অস্বস্তিতে ভারত
কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে অস্বস্তিতে ভারত
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার