X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: সিএনজিচালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ১৯:২৫আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯:৩১

রাজধানীর আদাবরের ঢাকা উদ্যান লেগুনাস্ট্যান্ডে ৮ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সেলিম (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা থানার খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া শিশুটিকে মোহাম্মদপুর থেকে ঘটনা স্থলে নিয়ে যেতে ব্যবহার করা সিএনজিটি জব্দ করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে এ তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, ‘গত ১৪ মার্চ মধ্যরাতে আদাবর থানার বেড়িবাঁধের পাশের লেগুনাস্ট্যান্ড এলাকার দুই ব্যক্তি ওই শিশুকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা করেন। এরপর তদন্ত শুরু করে থানা পুলিশ।’

তিনি আরও বলেন, ‘মোহাম্মদপুরে ইকবাল রোড থেকে সিএনজিচালক সেলিম এবং তার এক সহযোগী শিশুটিকে ঘটনাস্থলে নিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে একটি সন্দেহজনক সিএনজিকে চিহ্নিত করা হয়। এছাড়া ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চালক সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তবে তার সহযোগী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’

ঘটনার দিন বোনের সঙ্গে অভিমান করে শিশুটি একা রাস্তায় হাঁটছিল উল্লেখ করে ডিসি আজিমুল হক বলেন, ‘১৪ মার্চ সন্ধ্যায় শিশুটি বড় বোনের সঙ্গে ঘুরতে বের হয়। ঘুরতে ঘুরতে রাত ৯টার দিকে টাউনহল এলাকায় পৌঁছে। তারপর সে হাঁটতে হাঁটতে ইকবাল রোডের দিকে যায়। রাত আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে সেলিম ও তার সহযোগী শিশুটিকে সিএনজিতে তোলে। এ সময় সে ডাক-চিৎকার করলে মুখ চেপে ধরে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, ‘গুরুতর অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে মোহাম্মদপুর এলাকায় রেখে ধর্ষকরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: সাক্ষ্যগ্রহণ শুরু
সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
দুটি সার গুদাম নির্মাণের সিদ্ধান্ত
দুটি সার গুদাম নির্মাণের সিদ্ধান্ত
আগের মেয়র-সিডিএ চেয়ারম্যান জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী: ফাওজুল কবির খান
আগের মেয়র-সিডিএ চেয়ারম্যান জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী: ফাওজুল কবির খান
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি