X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: সিএনজিচালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ১৯:২৫আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯:৩১

রাজধানীর আদাবরের ঢাকা উদ্যান লেগুনাস্ট্যান্ডে ৮ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সেলিম (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা থানার খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া শিশুটিকে মোহাম্মদপুর থেকে ঘটনা স্থলে নিয়ে যেতে ব্যবহার করা সিএনজিটি জব্দ করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে এ তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, ‘গত ১৪ মার্চ মধ্যরাতে আদাবর থানার বেড়িবাঁধের পাশের লেগুনাস্ট্যান্ড এলাকার দুই ব্যক্তি ওই শিশুকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা করেন। এরপর তদন্ত শুরু করে থানা পুলিশ।’

তিনি আরও বলেন, ‘মোহাম্মদপুরে ইকবাল রোড থেকে সিএনজিচালক সেলিম এবং তার এক সহযোগী শিশুটিকে ঘটনাস্থলে নিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে একটি সন্দেহজনক সিএনজিকে চিহ্নিত করা হয়। এছাড়া ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চালক সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তবে তার সহযোগী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’

ঘটনার দিন বোনের সঙ্গে অভিমান করে শিশুটি একা রাস্তায় হাঁটছিল উল্লেখ করে ডিসি আজিমুল হক বলেন, ‘১৪ মার্চ সন্ধ্যায় শিশুটি বড় বোনের সঙ্গে ঘুরতে বের হয়। ঘুরতে ঘুরতে রাত ৯টার দিকে টাউনহল এলাকায় পৌঁছে। তারপর সে হাঁটতে হাঁটতে ইকবাল রোডের দিকে যায়। রাত আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে সেলিম ও তার সহযোগী শিশুটিকে সিএনজিতে তোলে। এ সময় সে ডাক-চিৎকার করলে মুখ চেপে ধরে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, ‘গুরুতর অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে মোহাম্মদপুর এলাকায় রেখে ধর্ষকরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া