X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘আত্মোপলব্ধি’ থেকে বাসায় ফিরে আসে মিরপুরের ৪ ছাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৩, ১৯:৫৮আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২০:০৩

রাজধানীর মিরপুরে একসঙ্গে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণি পড়ুয়া চার কিশোরী পরিবারের উপর অভিমান করে বাড়ি ছেড়েছিল। এরপর তারা একসঙ্গে চলে যায় সিলেটে। সেখান থেকে তারা গিয়েছিল খুলনায়, সেখানে একটি হোটেলেও উঠেছিল। এই দুই বিভাগীয় শহরে ঘুরে বেড়িয়েই তাদের সঙ্গে নিয়ে যাওয়া টাকা ফুরিয়ে যায়। একপর্যায়ে তারা বুঝতেও পারে যে বাড়ি থেকে এভাবে বেরিয়ে আসা ঠিক হয়নি। একারণেই তারা আবার বাড়িতে ফিরে আসে।

শুক্রবার (৩১ মার্চ) কাফরুল থানায় এনে জিজ্ঞাসাবাদের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এসব তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে তারা স্বেচ্ছায় বাসায় ফেরে।

ওসি সাংবাদিকদের বলেন, গত রাতে ওই চার ছাত্রী বাসায় ফিরে এসেছে। এই তথ্য পাওয়ার পর আমরা তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করি। পরে জানতে পারি যে, পরিবারের সদস্যদের উপর অভিমান করেই তারা বাসা থেকে চলে যায়। মূলত ওই চার শিক্ষার্থী একে অপরের বান্ধবী। তাদের একসঙ্গে চলাফেরা নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও বিভিন্ন সময় মনোমালিন্য হতো। মূলত এসব কারণেই তারা বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তাদের সঙ্গে থাকা অল্প কিছু টাকা নিয়েই ওই চার জন বাসা থেকে বের হয়ে যায়।

চার ছাত্রীকে তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, তাদের চার জনের মধ্যে কেউই মোবাইল ব্যবহার করছিল না বাসা থেকে বের হয়ে যাওয়ার পর।

প্রসঙ্গত, ওই চার ছাত্রী নিখোঁজের ঘটনায় গত ২৮ মার্চ কাফরুল থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজের পরিবারের সদস্যরা।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির আলোচনা
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
ঈদের পোশাক এনেছে লা রিভ
ঈদের পোশাক এনেছে লা রিভ
আও.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেফতার 
আও.লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেফতার 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়